আটোয়ারীতে স্বাস্থ্যবিধি মেনে আগামী ৪ অক্টোবর জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা এডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পিবার সকাল ১০টার দিকে আটোয়ারী উপজেলা স্বস্থ্য কমপ্লেক্স এর কার্যালয়ের সভা কক্ষে উপজেলা এডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ূন কবীর।
সভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের বিভিন্ন বিষয় তুলে ধরেন। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাজান আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ সইফুজ্জামান বিপ্লব বলেন, আগামী ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার বিভিন্ন কেন্দ্র সহ আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
উল্লেখ্য, আগামী ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত উপজেলায় ১ শত ৪৫টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ১৬৫৮ জন বয়সী শিশুদের একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১৬৩২৮ জন শিশুদের একটি করে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
নি এম/নিতিশ