নীলফামারী প্রতিনিধি: হেফাজতে আমির আলামা শফি সৈয়দপুর সফর করেছেন। তার এই সফর ছিল অনেকের অজানা। তিনি উত্তরবঙ্গে কবে কোথায় কখন এসে সফর করেছেন তা ছিল এক ধরনের গোপনিয়তায়। ঘটনাটি ফাঁস হয় শুক্রবার (১৫ এপ্রিল) নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে।
এদিন সকাল ১০টা ৫০ মিনিটে ইউএস বাংলার বিমানে ঢাকার পথে তিনি সৈয়দপুর ছেড়ে যান। সৈয়দপুর বিমানবন্দরে আলামা শফির অবস্থান দেখে বিমান বন্দরে থাকা বিভিন্ন গোয়েন্দা বিভাগের সদস্যরা তাদের কর্মকর্তাদের অবগত করেন।
পরে খোঁজ নিয়ে জানা যায় আলামা শফি পহেলা বৈশাখের আগের দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তির দিন বিকালে বগুড়া আসেন। সেখানে চক লোকমান পুরে থাকা একটি কওমী মাদ্রাসায় অবস্থান করেন। সেখানে আতিথিয়তা গ্রহনের পর শুক্রবার ভোরে সড়ক পথে বগুড়া থেকে নীলফামারীর সৈয়দপুর শহরের কাজীরহাট জামিয়াতুল আরাবীয়া কওমী মাদ্রাসায় ১৫ মিনিট অবস্থান করেন।
এরপর সকাল ১০টা ৫০ মিনিটে ইউএস বাংলার বিমানে ঢাকা চলে যান। এ ব্যাপারে সৈয়দপুর থানার ওসি আমিরুল ইসলামের সাথে কথা বলা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এইবেলা ডটকম/ এম এ মোমেন/ এটি
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com