খুলনায় সাংবাদিক মানিক সাহা হত্যা মামলার সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে সোমবার গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃত ব্যাক্তির নাম বিল্লাল বেপারী (৪১)। এ ব্যাপারে আনুষ্ঠানিক কিছু জানাতে অপারগতা প্রকাশ করেছেন র্যাব কর্মকর্তারা।
র্যাব-৬ এর স্পেশাল কোম্পানি কমান্ডার এনায়েত হোসেন মান্নান জানান, এক আসামি আটক হয়েছে। তবে এখনই কিছু জানানো যাবে না। পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
বিএম/
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|