মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫
মঙ্গলবার, ১লা মাঘ ১৪৩১
সর্বশেষ
 
 
সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন বরিশালের সনাতন ধর্মাবলম্বীরা!
প্রকাশ: ১০:২২ pm ৩০-০৬-২০২১ হালনাগাদ: ১০:২২ pm ৩০-০৬-২০২১
 
বরিশাল প্রতিনিধি
 
 
 
 


বরিশালের বানারীপাড়ায় মুসলিম নারীর লাশ দাফনে সনাতন ধর্মাবলম্বীরা এগিয়ে এসে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। বানারীপাড়া পৌরসভার ১নম্বর ওয়ার্ডে মুসলমান ও সনাতন ধর্মাবলম্বীদের (হিন্দু) সৌহার্দ্যপূর্ণ এ সম্পর্ক নিজ চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবেন না।

জানা যায়, বানারীপাড়া পৌরসভার ১নম্বর ওয়ার্ডের ধান-চাল ব্যবসায়ী হাবিবুর রহমান সিকদারের স্ত্রী ও ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির সনেটের মা ফরিদা বেগম (৫৮) ক্যান্সারে আক্রান্ত হয়ে মঙ্গলবার (২৮ জুন) দুপুর ১২টা ৪০ মিনিটে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

আষাঢ়ের বর্ষণমুখর বিকেলে তার লাশ দাফন করার জন্য কবর খুঁড়লে পানি উঠে যাওয়ায় স্বজনরা সিদ্ধান্ত নেন কবর পাকা করে তাকে দাফন করার। পরে সবাই মিলে ইট বালু,সিমেন্ট ও মাটি কেটে মরহুমার কবর পাকা করার কাজে ব্যস্ত হয়ে পড়েন। তখন প্রতিবেশী বানারীপাড়া বন্দর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী কৃষ্ণ পাল, তার ভাইয়ের ছেলে পুরোহিত রাম পাল ও মধু পাল এবং বিশিষ্ট ব্যবসায়ী সমীর কুন্ডুর ছোট ছেলে পাপ্পু কুন্ডু মুসলমানদের সাথে কবর পাকাকরণে সমানে কাজ করেন। এ যেন সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। 

এদিকে কবর পাকাকরণ শেষে বাদ মাগরিব নিজ বাড়িতে ধর্মভিরু ওই নারীর জানাজায় মানুষের ঢল নামে। এসময় প্রতিবেশী বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, পৌর আওয়ামী লীগ ও বন্দর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সুব্রত লাল কুন্ডু,১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর তপন কুন্ডু, পৌর পুজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক ডা. সাগর চন্দ্র শীল প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা,সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মজিবর রহমান,১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন সরদার,সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম আনোয়ার,বানারীপাড়া প্রেসক্লাব সম্পাদক সুজন মোল্লা প্রমুখ।

নি এম/

 

 
 
 
   
  Print  
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
আরও খবর

 
 
 

 

Editor & Publisher : Sukriti Mondal.

E-mail: eibelanews2022@gmail.com

a concern of Eibela Ltd.

Request Mobile Site

Copyright © 2025 Eibela.Com
Developed by: coder71