বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩
বুধবার, ২২শে অগ্রহায়ণ ১৪৩০
সর্বশেষ
 
 
সঞ্চয়পত্রে সুদসহ বিনিয়োগ ৫ লাখ টাকার বেশি হলে ১০ শতাংশ কর
প্রকাশ: ১০:৪৯ pm ১০-০৯-২০২০ হালনাগাদ: ১০:৪৯ pm ১০-০৯-২০২০
 
এইবেলা ডেস্ক
 
 
 
 


সঞ্চয়পত্রে নিট মুনাফাসহ মোট বিনিয়োগ ৫ লাখ টাকার বেশি হলে ১০ শতাংশ কর দিতে হবে। পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে স্বয়ংক্রিয় পুনঃবিনিয়োগের উৎসে কর কর্তনে স্পষ্টীকরণ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

এখন থেকে আগের বিনিয়োগ ও অর্জিত সুদ একসঙ্গে করে সেই অঙ্ক যদি ৫ লাখ টাকার বেশি হয় তাহলে পুনঃবিনিয়োগের ১০ শতাংশ হারে উৎসে কর দিতে হবে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।

নির্দেশনায় বলা হয়েছে, ২০ আগস্ট পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে স্বয়ংক্রিয় পুনঃবিনিয়োগের ক্ষেত্রে উৎসে আয়কর কর্তনের বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড নির্দেশনা জারি করেছে।

আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ধারা ৫২ডি অনুযায়ী সেভিংস ইনভেস্ট এর মুনাফা পরিশোধকালে উৎসে কর কর্তন করতে হয়। অর্থাৎ মুনাফা পরিশোধের তারিখে বিদ্যমান কর হারে উৎসে কর কর্তন করতে হবে। এখানে পরিশোধ বলতে ট্রান্সফার, ক্রেডিট, সমন্বয় অথবা পরিশোধের আদেশ বা নির্দেশ বোঝাবে।

পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র দ্বিতীয় মেয়াদে স্বয়ংক্রিয় পুনঃবিনিয়োগের ফলে নিট মুনাফা ও আসল একত্রে মোট বিনিয়োগ হিসেবে গণ্য হবে।

মুনাফা পরিশোধের তারিখে পুঞ্জীভূত বিনিয়োগ (স্বয়ংক্রিয় পুনঃবিনিয়োগের ফলে নিট মুনাফাসহ মোট বিনিয়োগ) ৫ লাখ টাকা অতিক্রম করলে ১ জুলাই ২০১৯ তারিখ থেকে পরবর্তী যেকোনো সময়ে মুনাফা পরিশোধকালে উৎসে ১০ শতাংশ হারে কর কর্তন করতে হবে।

ক্রয়কাল নির্বিশেষে মুনাফা পরিশোধের তারিখে পুঞ্জীভূত বিনিয়োগ (স্বয়ংক্রিয় পুনঃবিনিয়োগের ফলে নিট মুনাফাসহ মোট বিনিয়োগ) ৫ লাখ টাকা অতিক্রম না করলে মুনাফা পরিশোধকালে উৎসে ৫ শতাংশ হারে কর কর্তন করতে হবে।

পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে দ্বিতীয় মেয়াদে স্বয়ংক্রিয় পুনঃবিনিয়োগের ক্ষেত্রে পুঞ্জীভূত বিনিয়োগের (স্বয়ংক্রিয় পুনঃবিনিয়োগের ফলে নিট মুনাফাসহ মোট বিনিয়োগ) পরিমাণ ৫ লাখ টাকা অতিক্রম করলেই মুনাফা পরিশোধকালে উৎসে ১০ শতাংশ হারে কর কর্তন করতে হবে।

নি এম/

 
 
 
   
  Print  
 
 
 
 
 
 
 
 
 
 
আরও খবর

 
 
 

 

Editor & Publisher : Sukriti Mondal.

E-mail: eibelanews2022@gmail.com

a concern of Eibela Ltd.

Request Mobile Site

Copyright © 2023 Eibela.Com
Developed by: coder71