স্পোর্টস ডেস্ক: গত শনিবার মাশরাফি বিন মুর্তজাকে ছিলেন শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের নানা বিষয় নিয়ে কথা বললেন সাংবাদিকদের সাথে। ফিটনেস ঠিক রাখার পাশাপাশি মাশরাফি যোগ দিয়েছেন প্রিমিয়ার লিগে তার দল কলাবাগান ক্রীড়াচক্রের অনুশীলনে।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে এক পর্যায়ে একটু বিরক্ত হয়ে বলেন, ‘লিখে দেন এটি সবচেয়ে ভুয়া টিম।’ তবে সাথে সাথেই সামলে নেন পরিস্থিতি। হেসে নিজের দলের ক্রিকেটারদের দেখিয়ে বলেন, ‘এরাই আমার শক্তি। মাঠেতো আমি একা খেলবো না, এরাই আমার সঙ্গে খেলবে। যদি ভালো খেলে তো ভালো। আমি মনে করি দলটি ভালো হয়েছে। সবাইকে নিয়ে যেন মাঠে ভালো করতে পারি সেই চেষ্টাই করবো।’
প্রিমিয়ার লিগে প্লেয়ার বাই চয়েজে প্রথম দিকের দলগুলো মাশরাফিকে নেওয়ার সুযোগ পেয়েও নেয়নি। কিন্তু সুযোগ আসার সঙ্গে সঙ্গে ভুল করেনি কলাবাগান ক্রীড়াচক্রের কর্মকর্তারা। লুফে নিয়েছেন দেশের সবচেয়ে সফল অধিনায়ককে। তাকে পাওয়ার পর সাদামাটা দল নিয়ে বেশ উজ্জীবিত তারা।
এইবেলাডটকম/এআরসি
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com