সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
সোমবার, ২৭শে অগ্রহায়ণ ১৪৩০
সর্বশেষ
 
 
লাইফ সাপোর্টে আজিজুল হাকিম
প্রকাশ: ১১:১৭ pm ১৩-১১-২০২০ হালনাগাদ: ১১:১৭ pm ১৩-১১-২০২০
 
এইবেলা ডেস্ক
 
 
 
 


শারীরিক অবস্থার অবনতি হওয়ায় লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে অভিনেতা আজিজুল হাকিমকে। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার ভোরে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। স্ত্রী ও সন্তানসহ এ ভাইরাসে আক্রান্ত হলেও আজিজুল হাকিমের অবস্থা গুরুতর।

শুক্রবার (১৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন নির্মাতা চয়নিকা চৌধুরী। 

এ নিয়ে চয়নিকা চৌধুরী ফেসবুকে লিখেছেন- ‘আজিজুল হাকিম ভাই লাইফ সাপোর্টে। সবাই প্রার্থনা করবেন মিডিয়ার এই অসাধারণ ভালো মানুষটার জন্যে। জিনাত ভাবি তুমি সাহসী, সব ভালো হবে প্রার্থনা!’

 

জানা যায়, জ্বর আসার পর আজিজুল হাকিম, তার স্ত্রী জিনাত হাকিম ও ছেলে মুহাইমিন রেদোয়ান হাকিম গত মঙ্গলবার করোনা পরীক্ষা করান। তাদের তিনজনেরই করোনা রিপোর্ট ‘পজিটিভ’ আসে। এরপর চিকিৎসকের পরামর্শে বাসা থেকেই চিকিৎসা নিচ্ছিলেন তারা।

তবে শ্বাসকষ্টজনিত সমস্যা থাকায় বৃহস্পতিবার রাতে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয় এবং এর কয়েক ঘণ্টা পর তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার ভোরে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

অভিনেতা আজিজুল হাকিমের স্ত্রী জিনাত হাকিম ও ছেলে মুহাইমিন রেদোয়ান হাকিম এখনো বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন।

 

নি এম/

 
 
 
   
  Print  
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
আরও খবর

 
 
 

 

Editor & Publisher : Sukriti Mondal.

E-mail: eibelanews2022@gmail.com

a concern of Eibela Ltd.

Request Mobile Site

Copyright © 2023 Eibela.Com
Developed by: coder71