রবিবার, ২৮ মে ২০২৩
রবিবার, ১৪ই জ্যৈষ্ঠ ১৪৩০
সর্বশেষ
 
 
রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম: বরিশালে মানববন্ধন
প্রকাশ: ০৩:৪৪ pm ১৮-১২-২০১৯ হালনাগাদ: ০৩:৪৪ pm ১৮-১২-২০১৯
 
বরিশাল প্রতিনিধি
 
 
 
 


রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম থাকার প্রতিবাদে বরিশালে মানববন্ধন করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে বরিশাল রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, বরিশাল প্রেসক্লাব, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ, সমাজতান্ত্রিক দলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন, যারা মূল রাজাকার, তাদের অনেকের নাম এই তালিকায় আসেনি।

অথচ মুক্তিযোদ্ধাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, যা অত্যন্ত লজ্জাজনক। এর পরে মুক্তিযোদ্ধামন্ত্রী দুঃখ প্রকাশ করলেও তিনি মুক্তিযোদ্ধাদের আবেদন করে নাম বাদ দেয়ার কথা বলেছেন, যা মুক্তিযোদ্ধাদের জন্য আরও অপমানজনক।

তাই অবিলম্বে এ তালিকা বাতিল করে যাচাই-বাছাইয়ের পর নতুন তালিকা প্রকাশের দাবি জানান বক্তারা।

নি এম/
 

 
 
 
   
  Print  
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
আরও খবর

 
 
 

 

Editor & Publisher : Sukriti Mondal.

E-mail: eibelanews2022@gmail.com

a concern of Eibela Ltd.

Request Mobile Site

Copyright © 2023 Eibela.Com
Developed by: coder71