বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
বৃহঃস্পতিবার, ৬ই চৈত্র ১৪৩১
সর্বশেষ
 
 
রাজশাহীতে ভারত সরকারের শিক্ষাবৃত্তি পেলো ৭৮ মুক্তিযোদ্ধার সন্তান
প্রকাশ: ০৭:৫১ am ১৬-০৪-২০১৬ হালনাগাদ: ০৭:৫১ am ১৬-০৪-২০১৬
 
 
 


রাজশাহী প্রতিনিধি: রাজশাহী বিভাগের ৭৮ মুক্তিযোদ্ধার সন্তানকে শিক্ষাবৃত্তি দিলো ভারত সরকার।

শনিবার বেলা ১০ টায় রাজশাহী শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে রাজশাহীস্থ সহকারী ভারতীয় হাই কমিশন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুক্তিযোদ্ধার সন্তানদের হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন পররাস্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। এসময় তিনি বলেন, ভারত বাংলাদেশের অকৃতিম বন্ধু। দু দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক এখন আগের চেয়ে অনেক ভালো। এসম্পর্ক আগামীতে আরো বৃদ্ধি পাবে। দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় হয়েছে।

রাজশাহীর মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার মি. অভিজিৎ চট্টপাধ্যায়। বিশেষ অতিথি ছিলেন উপমহাদেশের প্রখ্যত কথা সাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক, ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের সহকারী প্রতিরক্ষা উপদেষ্টা মি. রজত হংস, কবি ও সাহিত্যিক অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক প্রমুখ।
প্রসঙ্গত, রাজশাহী বিভাগের ৭৮ শিক্ষার্থীর হাতে সর্বমোট ১৮ লাখ ৭২ হাজার টাকার চেক শিক্ষাবৃত্তি হিসেবে তুলে দেয়া হয়।

এইবেলাডটকম/অরুন শীল/এমকে/এসজি

 

 
 
 
   
  Print  
 
 
 
 
 
 
 
 
আরও খবর

 
 
 

 

Editor & Publisher : Sukriti Mondal.

E-mail: eibelanews2022@gmail.com

a concern of Eibela Ltd.

Request Mobile Site

Copyright © 2025 Eibela.Com
Developed by: coder71