রংপুর: রংপুরের কাউনিয়ায় পুলিশের পিটুনিতে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। কিন্তু পুলিশ যুবকটির পিটুনিতে নিহত হওয়ার কথা অস্বীকার করে বলছেন, সে পিটুনিতে নয় বরং মৃগী রোগে মারা গেছে। নিহত যুবকের নাম আজিজুল ইসলাম (২৬)।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার হারাগাছ পৌরসভার হকবাজার এলাকার আনিছের ছেলে আজিজুল ইসলাম ওই এলাকায় ঢাকা বাসস্ট্যান্ডের পাশে একটি মুদি দোকানের সামনে বসে টিভিতে ক্রিকেট খেলা দেখছিলেন। এমন সময় হারাগাছ অস্থায়ী পুলিশ ফাঁড়ির এক কন্সটেবল এসে তাকে অতর্কিত বে পিটাতে শুরু করে। এতে আজিজুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে আজিজুলের মৃত্যু হয়।
এদিকে আজিজুলের মৃত্যুর প্রতিবাদে এলাকার লোকজন হারাগাছ অস্থায়ী পুলিশ ক্যাম্প ঘিরে ফেললে পুলিশ তাদের উপর রাবার বুলেট নিক্ষেপ করে। এতে প্রায় ৩০জন সাধারন মানুষ আহত হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত গুলি চলছে।
পুলিশের পিটুনিতে মৃত্যুর খবর নাকচ করে দিয়ে কাউনিয়া থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, মৃগী রোগে তার মৃত্যু হয়েছে।
এইবেলা ডটকম/এডি