ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় মেঘনা সেতুর নিচে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) আনুমানিক ১.৩০ মিনিটে জেলার গজারিয়া উপজেলার তেতৈতলা গ্রামের সেতুর গাইডওয়ালের নিচে থেকে ওই লাশ উদ্ধার করা হয়। লাশের পাশ থেকে বিষের বোতল পাওয়া গেছে।
গজারিয়া থানার এসআই সেকান্দার হোসেন লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সেতুর গাইডওয়ালের নিচে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অনুমান ৫৫ বছর বয়সী ওই ব্যক্তির লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
এইবেলাডটকম/মভশ
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com