বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩
বুধবার, ২২শে অগ্রহায়ণ ১৪৩০
সর্বশেষ
 
 
মাসে কোটি ডোজ টিকা দেওয়ার ঘোষণা প্রতারণা: মির্জা ফখরুল
প্রকাশ: ১১:১৪ pm ০১-০৮-২০২১ হালনাগাদ: ১১:১৪ pm ০১-০৮-২০২১
 
এইবেলা ডেস্ক
 
 
 
 


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের টিকা পাওয়ায় অনিশ্চিয়তা নিয়ে প্রতি মাসে এক কোটি টিকা দেওয়ার ঘোষণা প্রতারণা ছাড়া আর কিছু নয়।

রবিবার (১ আগস্ট) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, প্রতি মাসে এক কোটি ডোজ দেওয়ার জন্য টিকা প্রাপ্তির উৎস সরকার এখন পর্যন্ত জানাতে পারেনি। কিন্তু তার মধ্যেই তারা প্রতি মাসে এক কোটি ডোজ টিকা দেওয়ার ঘোষণা দিয়েছেন, যা জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছু নয়।

গত ২৫ জুলাই স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আগামী দিনে প্রতি মাসে এক কোটি লোককে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনার কথা জানান।

মির্জা ফখরুল স্বাস্থ্যমন্ত্রীর এ কথার কঠোর সমালোচনা করে বলেন, স্বাস্থ্যমন্ত্রীর এসব উক্তি এখন হাস্যকর হয়ে উঠেছে। এগুলো যে ফাঁকা বুলি, এটা বুঝতে আর জনগণের বাকী নেই।

গতকাল শনিবার বিএনপির স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানাতে আজ এ সংবাদ সম্মেলন করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। সংবাদ সম্মেলনে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দলটির স্থায়ী কমিটির সদস্যরা।

নি এম/

 
 
 
   
  Print  
 
 
 
 
 
 
 
 
 
 
আরও খবর

 
 
 

 

Editor & Publisher : Sukriti Mondal.

E-mail: eibelanews2022@gmail.com

a concern of Eibela Ltd.

Request Mobile Site

Copyright © 2023 Eibela.Com
Developed by: coder71