রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫
রবিবার, ৪ঠা ফাল্গুন ১৪৩১
সর্বশেষ
 
 
মহিমাগঞ্জ চিনিকল আধুনিকায়নসহ ব্যক্তি মালিকানায় না দেয়ার দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন
প্রকাশ: ০৪:৩৯ pm ০৮-১০-২০২০ হালনাগাদ: ০৪:৩৯ pm ০৮-১০-২০২০
 
গাইবান্ধা প্রতিনিধি
 
 
 
 


গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে  ওয়ার্কার্স পাটি উপজেলা শাখার আয়োজনে গত  বুধবার (৭ অক্টোবর)  সকাল সাড়ে ১১ টায় রংপুর-মহিমাগঞ্জ চিনিকল লিমিটেড আধুনিকায়নসহ ব্যক্তি মালিকানায় না দেওয়ার প্রতিবাদে চিনিকল গেটে উপজেলা শাখার সভাপতি কমরেড এম এ মতিন মোল্লার সভাপতিত্বে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বক্তারা এসময় বলেন, রাষ্ট্রীয় সম্পদ রংপুর চিনিকল লিঃ মহিমাগঞ্জ বন্ধ কিংবা ব্যক্তি মালিকানায় দেওয়ার সিদ্ধান্ত বাতিল করে আধুনিকরণের মাধ্যমে লাভ জনক প্রতিষ্ঠান  হিসাবে গড়ে তোলার দাবী জানান। 

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পাটি পলিটব্যুরোর সদস্য ও জাতীয় কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড আমিনুল ইসলাম গোলাপ। ওয়ার্কার্স পাটি জেলা সভপতি কমরেড প্রণব চৌধুরী খোকন, সাধারণ সম্পাদক মিলণ কান্তি সরকার, সদস্য কমরেড মাসুদুর রহমান মাসুদ, কমরেড কামরুল ইসলাম, উপজেলা ওয়ার্কার্স পাটি সাধারণ সম্পাদক কমরেড রফিকুল ইসলাম, জেলা যুবমৈত্রী সাংগঠনিক সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, উপজেলা জাতীয় কৃষক সমিতি সভাপতি কমরেড রবিউল আউয়াল বিএসসি, উপজেলা যুবমৈত্রী সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান,সাংগঠনিক সম্পাদক মুকুল মিয়া, ওয়ার্কার্স পাটি মহিমাগঞ্জ শাখার সম্পাদক লূৎফর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ।

ওয়ার্কার্স পাটির উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সংহতি প্রকাশ করে শুভেচ্ছা বক্তব্য রাখেন রংপুর সুগারমিল মহিমাগঞ্জ শ্রমিক কর্মচারী ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবু সুফিয়ান সুজা ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দুলাল। শেষে এক বিক্ষোভ মিছিল মহিমাগঞ্জ বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ওয়ার্কার্স পাটির নেতৃবৃন্দ রংপুর চিনিকল লিঃ ব্যবস্থাপনা পরিচালকের মাধ্যমে শিল্প মন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেন।

নি এম/বিজয়

 
 
 
   
  Print  
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
আরও খবর

 
 
 

 

Editor & Publisher : Sukriti Mondal.

E-mail: eibelanews2022@gmail.com

a concern of Eibela Ltd.

Request Mobile Site

Copyright © 2025 Eibela.Com
Developed by: coder71