মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
মঙ্গলবার, ৪ঠা চৈত্র ১৪৩১
সর্বশেষ
 
 
ভোলায় ধরা পড়লো ৩ কেজি ওজনের রাজা ইলিশ
প্রকাশ: ০৮:৫৬ pm ২৮-০৭-২০২০ হালনাগাদ: ০৮:৫৬ pm ২৮-০৭-২০২০
 
ভোলা প্রতিনিধি
 
 
 
 


ভোলার মনপুরায় মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়লো ৩ কেজি ওজনের রাজা ইলিশ। স্থানীয়রা এই ধরনের বড় ইলিশকে রাজা ইলিশ বলে থাকে।

গত বৃহস্পতিবার রাত ৮টায় মেঘনায় কাদির মাঝির জালে ওই রাজা ইলিশটি ধরা পড়ে। ইলিশ মাছটি কাদির মাঝি উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের জনতা মৎস্য ঘাটে নিয়ে আসলে মাছটি দেখতে ভিড় জমে যায়।

কাদির মাঝি জানান, চরনিজাম সংলগ্ন মেঘনায় তার জালে ২০৮০টি ইলিশ মাছ ধরা পড়ে। ধরা পড়া ইলিশের মধ্যে ৩ কেজি ১০০ গ্রাম ওজনের ওই রাজা ইলিশটিও ছিল।

মাছটি বাজারে ১২ হাজার টাকায় তিনি বিক্রি করতে পারতেন। তবে আড়ৎদার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চেয়ারম্যান অলিউল্লা কাজলকে মাছটি উপহার হিসেবে দিয়েছেন বলে জানান কাদির মাঝি।

ইউপি চেয়ারম্যান অলিউল্লা কাজল জানান, এ সময় এত বড় ইলিশ জেলেদের জালে সচরাচর ধরা পড়ে না। ইলিশ মাছটি কাদির মাঝি উপহার হিসেবে আমার কাছে পাঠিয়েছেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা তারিকুল ইসলাম সাবু জানান, টানা বৃষ্টিতে সাগর থেকে বড় বড় ইলিশ ঝাঁকে ঝাঁকে মেঘনায় আসছে। আরও কয়েকদিন এভাবে বৃষ্টিপাত হলে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বে।

নি এম/

 
 
 
   
  Print  
 
 
 
 
 
 
 
 
আরও খবর

 
 
 

 

Editor & Publisher : Sukriti Mondal.

E-mail: eibelanews2022@gmail.com

a concern of Eibela Ltd.

Request Mobile Site

Copyright © 2025 Eibela.Com
Developed by: coder71