শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
শুক্রবার, ১৩ই বৈশাখ ১৪৩১
সর্বশেষ
 
 
ভারতে সড়ক দুর্ঘটনায় ২৪ পরিযায়ী শ্রমিক নিহত
প্রকাশ: ১০:৪৭ pm ১৬-০৫-২০২০ হালনাগাদ: ১০:৪৭ pm ১৬-০৫-২০২০
 
এইবেলা ডেস্ক
 
 
 
 


ভারতের উত্তর প্রদেশে সড়ক দুর্ঘটনায় ২৪ জন পরিযায়ী শ্রমিক নিহত ও ১৫ থেকে ২০ জন আহত হয়েছে। 

শনিবার (১৬ মে) ভোর সাড়ে ৩ টা নাগাদ উত্তর প্রদেশের অরাইয়াতে জাতীয় সড়কের উপরে দুটি ট্রাকের মধ্যে সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অরাইয়ার মুখ্য মেডিক্যাল কর্মকর্তা (সিএমও) অর্চনা শ্রীবাস্তব বলেন, ‘হাসপাতালে ২৪ জনকে মৃত অবস্থায় আনা হয়েছিল। এখনও ২২ জন গুরুতর আহত অবস্থায় ভর্তি আছেন। এরমধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদেরকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে।’

জানা যায়, শ্রমিকরা একটি ট্রাকে চড়ে রাজস্থান থেকে আসছিলেন। এসময় উত্তর প্রদেশের অরাইয়ায় অন্য একটি ট্রাক তাদের ট্রাকে ধাক্কা মারে।

অওরিয়ার জেলা প্রশাসক অভিষেক সিং জানিয়েছেন, ওই শ্রমিকরা পশ্চিমবঙ্গ, বিহার ও ঝাড়খণ্ডের বাসিন্দা।

ওই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘উত্তর প্রদেশের অরাইয়ার সড়ক দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। আমি এই দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শোক প্রকাশ করাসহ দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।

নি এম/

 
 
 
   
  Print  
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
আরও খবর

 
 
 

 

Editor & Publisher : Sukriti Mondal.

E-mail: eibelanews2022@gmail.com

a concern of Eibela Ltd.

Request Mobile Site

Copyright © 2024 Eibela.Com
Developed by: coder71