শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
শুক্রবার, ৫ই বৈশাখ ১৪৩২
সর্বশেষ
 
 
ভারতে 'লাভ জিহাদ' রুখতে বিল পাশ
প্রকাশ: ০৩:২৮ pm ২৯-১১-২০২০ হালনাগাদ: ০৩:৩৭ pm ২৯-১১-২০২০
 
এইবেলা ডেস্ক
 
 
 
 


আদালতের রায় একদিকে রেখে, 'লাভ জিহাদে'-এর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলো ভারতের উত্তরপ্রদেশ রাজ্য সরকার। সম্প্রতি উত্তরপ্রদেশ সরকারের ক্যাবিনেট লাভ জিহাদের বিরুদ্ধে বিল পাশ করলো। মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথের পাঠানো খসড়া বিলটিতে সই করে অনুমোদন দিয়ে দিলেন রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। রাজ্যপাল গত শুক্রবার (২৭ নভেম্বর) রাতে অনুমোদন দেওয়ার পর গতকাল শনিবারই (২৮ নভেম্বর) গেজেট নোটিফিকেশন করে অধ্যাদেশটি কার্যকর করা হয়েছে।

উত্তরপ্রদেশ রাজ্য সরকার জানিয়েছে, এই ধরণের ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তির অপরাধ প্রমাণিত হলে ৫ বছরের কারাদণ্ড ও মোটা অঙ্কের জরিমানা ধার্য করা হবে। অভিযুক্ত ব্যক্তির এক থেকে পাঁচ বছরের জেল ও ১৫ হাজার টাকা জরিমানা হতে পারে বলে বিলে জানানো হয়েছে।

নাবালিকা ও তফশিলি উপজাতি ভুক্তদের ক্ষেত্রে জোর করে ধর্মান্তকরণ হলে তিন থেকে ১০ বছরের জেল ও ২৫ হাজার টাকা জরিমানা ধার্য করা হবে বলে জানানো হয়েছে। লাভ জিহাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে উত্তরপ্রদেশ সরকার এমন ইঙ্গিত আগে থেকেই মিলেছিল। রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছে এই অর্ডিন্যান্স নিয়ে আসার আগে প্রায় ১০০টি ঘটনা খতিয়ে দেখে বিচার করা হয়েছে। তারপরেই চূডা়ন্ত সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।

এদিকে, গোটা বিষয়কে দুর্ভাগ্যজনক বলে ব্যাখ্যা করেছে কংগ্রেস। তাদের দাবি, 'লাভ জিহাদ' শব্দটি বিজেপির তৈরি করা। ব্যক্তি স্বাধীনতার ওপর রাজনীতিকরণ করে স্বৈরতান্ত্রিক মনোভাবের প্রকাশ এই অর্ডিন্যান্স। তবে বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় জানান, লাভ জিহাদের সংজ্ঞা বুঝতে হবে। তারপরে বিরোধীদের কথা বিচার করতে হবে। বিয়ের নামে ধর্মান্তকরণ মেনে নেওয়া যায় না। এটা প্রতিরোধ করতেই বিল এনেছে উত্তরপ্রদেশ সরকার।

এদিকে, এলাহাবাদ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে পছন্দমত জীবনসঙ্গী বেছে নেওয়ার অধিকার সব প্রাপ্তবয়স্ক মানুষের রয়েছে। এজন্য ধর্ম কোনও ফ্যাক্টর বা বাধা হয়ে দাঁড়াতে পারে না।

ব্যক্তিগত অধিকারের আওতায় এই রায় দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। হাইকোর্ট এর আগে জানিয়েছিল শুধুমাত্র বিবাহ সম্পন্ন করার জন্য ধর্ম পরিবর্তন করা কাম্য নয়। এই ধরণের ঘটনা মেনে নেওয়া যায় না। বিচারপতি পঙ্কজ নকভি ও বিবেক আগরওয়ালের ডিভিশন বেঞ্চ এদিন জানিয়েছে, বিবাহের ক্ষেত্রে বা জীবনসঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে কখনই ধর্ম বাধা হবে না, তেমনই ধর্ম পরিবর্তন করে বিয়ে করাটাও আইনসঙ্গত নয়।

এদিন ডিভিশন বেঞ্চ জানায়, যেখানে আইন দুই সমলিঙ্গের মানুষকে একসাথে থাকার, জীবন কাটানোর অনুমতি দিচ্ছে, সেই দেশে শুধুমাত্র ধর্মের বিভেদের জন্য বিয়ে আটকে দেওয়া হবে, তা মেনে নেওয়া যায় না। কোনও যৌক্তিকতা নেই এই ধরণের আচরণের।

নি এম/

 
 
 
   
  Print  
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
আরও খবর

 
 
 

 

Editor & Publisher : Sukriti Mondal.

E-mail: eibelanews2022@gmail.com

a concern of Eibela Ltd.

Request Mobile Site

Copyright © 2025 Eibela.Com
Developed by: coder71