শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
শনিবার, ৬ই আশ্বিন ১৪৩১
সর্বশেষ
 
 
ব্যবসার স্বার্থে দেশের নাম পরিবর্তন
প্রকাশ: ০৩:৫৯ am ১৬-০৪-২০১৬ হালনাগাদ: ০৩:৫৯ am ১৬-০৪-২০১৬
 
 
 


আন্তর্জাতিক ডেস্ক: মধ্য ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্রের নাম বদলে নতুন নাম দেয়া হবে চেকিয়া। ব্যবসা কোম্পানি এবং খেলাধুলার দল তাদের পণ্যের ওপর সহজভাবে এই নতুন নামটি লেখার সুবিধা করে দিতেই এটা করা হচ্ছে।তবে আনুষ্ঠানিকভাবে চেক প্রজাতন্ত্র নামটিই বজায় থাকবে।

ফরাসি প্রজাতন্ত্র থেকে যেমন ফ্রান্স হয়েছে, তেমনি চেক প্রজাতন্ত্র থেকে হবে চেকিয়া। এই সংক্ষিপ্ত নামটি ইতোমধ্যেই দেশের সংসদে অনুমোদিত হয়েছে।এই নতুন নামের ব্যাপারে জাতিসংঘকেও জানানো হবে।

উল্লেখ্য, ১৯৯১ সালে তদানীন্তন চেকস্লোভেকিয়া ভেঙে দুটি দেশ হয় – স্লোভেকিয়া এবং চেক প্রজাতন্ত্র। চেক প্রজাতন্ত্রের সবচেয়ে পরিচিত ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে পিলস্নার উরকুয়েল বিয়ার এবং আইস হকি টিম, যাদের গায়ের জার্সিতে শুধু `চেক` শব্দটি ব্যবহৃত হচ্ছে। কিন্তু সমস্যা হলো চেক শব্দটি একটি বিশেষণ এবং তাই এটা কোন দেশের নাম হতে পারে না।

তবে নতুন নামের বিরুদ্ধে সমালোচনাও হচ্ছে।অনেকেই বলছেন, চেকিয়া নামটি খটমটে।আর তা শুনতে অনেকটা সাবেক রুশ প্রজাতন্ত্র চেচনিয়ার মতো লাগে।

 

এইবেলাডটকম/এআরসি

 
 
 
   
  Print  
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
আরও খবর

 
 
 

 

Editor & Publisher : Sukriti Mondal.

E-mail: eibelanews2022@gmail.com

a concern of Eibela Ltd.

Request Mobile Site

Copyright © 2024 Eibela.Com
Developed by: coder71