রবিবার সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই গ্রামের দাউদ টেক্সটাইল মিল থেকে মোহাম্মাদ আলী (৩৫) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মোহাম্মদ আলী কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী গ্রামের মজিবর রহমানের ছেলে।
বেলকুচি থানা পুলিশ জানায়, মোহাম্মাদ আলী দীর্ঘদিন ধরে ঐ মিলে শ্রমিক হিসেবে কাজ করতো। রবিবার দুপুরের দিকে মিলের অভ্যন্তরে শ্রমিক সেড থেকে তার লাশ উদ্ধার করা হয়।
লাশ উদ্ধারের পর সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। বেলকুচি থানা পুলিশ এখনও তার মৃত্যুর রহস্য জানাতে সক্ষম হয়নি। এব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
সি/এসএম
![]() |
ভারপ্রাপ্ত সম্পাদক : নিন্দ্রা ভৌমিক খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 a concern of Eibela Foundation |
|