বেগমগঞ্জে চাঁদার দাবিতে হিন্দু ব্যবসায়ীদের উপর রাতের আধারে বাড়ি ফেরার পথে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা হামলা চালিয়েছে! গুরুতর আহত দুই ভাই হাসপাতালে ভর্তি হয়েছেন। উল্লেখ্য, মুদি ও কসমেটিকস বণিক স্টোরের মালিকদের ওপর এই ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, সুবাস বণিক (৫২) ও নান্টু বণিক (৪৫) বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর বাজারে দীর্ঘ দিন থেকে মোদি ও কসমেটিকসের ব্যবসা করে আসছে। তাদের মালিকানাধীন বণিক স্টোর থেকে মুঠোফোনে অজ্ঞাত পরিচয়ে দীর্ঘদিন থেকে চাঁদা দাবি করে আসছে একদল চাঁদাবাজ। চাঁদা দিতে অস্বীকার করলে তাদেরকে হত্যার হুমকি দেয় অজ্ঞাত চাঁদাবাজরা।
গত বুধবার (১০ জুন) রাত ৯ টার দিকে বাড়িতে আসার সময় সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের মুরাদপুর নামক স্থানে এলে মুখোশধারী সন্ত্রাসীরা সুবাস বণিক ও নান্টু বণিকের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা তাদেরকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এ বিষয়ে সুবাস বনিক বলেন, দীর্ঘদিন থেকে একদল অজ্ঞাত চাঁদাবাজ মোবাইলে আমাদের কাছ থেকে চাঁদা দাবি করে আসছে। আমরা তা দিতে অস্বীকার করলে তার আমাদের উপর হামলা চালায়। বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা আইন প্রয়োগকারী সংস্থার কাছে এর সুষ্ঠু বিচার দাবি করছি।
নি এম/
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com