সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত করতে আগামী ৬ জানুয়ারি রোডমার্চ করে ঢাকায় এসে ৭ জানুয়ারি সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।
গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের অঙ্গীকার বাস্তবায়নের এই স্মারকলিপি প্রধানমন্ত্রী আন্তরিকতার সঙ্গে গ্রহণ করবেন বলে আশা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত।
আজ বুধবার(৪ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে সংগঠনের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে রানা দাশগুপ্ত বলেন, এটি কোনো আন্দোলন নয়, অধিকার রক্ষার ঐক্য। সরকারের সঙ্গে দাবি পূরণে আলোচনায় বসতে চান বলেও জানিয়েছে তিনি।
ধর্মীয় বৈষম্যবিরোধী মানবাধিকার রক্ষার এই আন্দোলন এগিয়ে নিতে তিনি সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক, প্রেসিডিয়াম সদস্য কাজল দেবনাথ, সুব্রত চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, জয়ন্ত কুমার দেব।
এইবেলাডটকম/মভশ
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com