বগুড়ার আদমদীঘিতে ডুমুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
২০ এপ্রিল, শুক্রবার সকালে উপজেলার ডুমুরিগ্রাম থেকে ওই শিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে ইউএনবি’র এক প্রতিবেদনে জানানো হয়েছে।
নিহত শিক্ষকের নাম আব্দুর রশিদ (৫০)। তিনি ডুমুরিগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ওই গ্রামের বাসিন্দা।
সকাল ৮টার দিকে নিজ বাড়ি থেকে এক কিলোমিটার দূরে আব্দুর রশিদের মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির শরীরে বেশ কয়েকটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
আব্দুর রশিদের পরিবারের বরাত দিয়ে পুলিশ আরও জানায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে পুকুরে মাছের খাবার দিতে যান আব্দুর রশিদ। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
নি এম/
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|