রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫
রবিবার, ২৭শে মাঘ ১৪৩১
সর্বশেষ
 
 
পি কে হালদার মামলা: ৪৫০০ পৃষ্ঠার তথ্য আদালতে জমা করল ইডি
প্রকাশ: ০৮:৪৯ pm ১০-০৮-২০২২ হালনাগাদ: ০৮:৪৯ pm ১০-০৮-২০২২
 
এইবেলা ডেস্ক
 
 
 
 


বাংলাদেশে ব্যাংক এবং আর্থিক কেলেঙ্কারির সঙ্গে যুক্ত পি কে হালদারকে আরও প্রায় দেড় মাস, অর্থাৎ ২২ সেপ্টেম্বর পর্যন্ত কারা হেফাজতে রাখার আদেশ দিয়েছেন কলকাতার একটি বিশেষ আদালত। আজ বুধবার দুপুর ১২টা নাগাদ তাঁকে ও তাঁর সহযোগীদের সিবিআইয়ের (সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন) ৩ নম্বর আদালতে বিচারপতি জীবনকুমার সাধুর কক্ষে হাজির করা হয়েছিল।

পি কে হালদার ও তাঁর সহযোগীদের ভারতের সম্পত্তিবিষয়ক মামলার তদন্তকারী গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) আইনজীবী অরিজিৎ চক্রবর্তী জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অতীতে যে তথ্য আদালতে পেশ করা হয়েছিল, তার প্রমাণ হিসেবে ৪ হাজার ৫০০ পৃষ্ঠার তথ্য–উপাত্ত আদালতে জমা দেওয়া হয়েছে। অতীতে পি কে হালদার ও তাঁর সহযোগীদের ভারতে ৮৮টি ব্যাংক অ্যাকাউন্ট এবং ৪৪টি সম্পত্তির হিসাব ইডি দিয়েছিল।

ইডি ভারতে পি হালদারের আরও কিছু সম্পত্তির হদিস পেয়েছে বলে অন্য একটি সূত্র মারফত জানানো হয়েছে। তবে সে সম্পর্কে আইনজীবীর পক্ষ থেকে কিছু বলা হয়নি।

কে এম/

 
 
 
   
  Print  
 
 
 
 
 
 
 
 
আরও খবর

 
 
 

 

Editor & Publisher : Sukriti Mondal.

E-mail: eibelanews2022@gmail.com

a concern of Eibela Ltd.

Request Mobile Site

Copyright © 2025 Eibela.Com
Developed by: coder71