নেপালের আরো ১৫০ হেক্টর জমি দখল করে নিয়েছে চীন। দেশটির রাজনীতিবিদদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে টেলিগ্রাফ।
এর আগে গত মে মাসে নেপালের অন্তত পাঁচ সীমান্ত জেলার জমি দখলের অভিযোগ উঠে চীনের বিরুদ্ধে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, চীনা সেনারা সীমান্ত অতিক্রম করে হামলা জেলার লিমি উপত্যকা এবং হিলসার দিকে অগ্রসর হয়। এর আগে তারা পাথরের স্তম্ভগুলি সরিয়ে নেয় যা পরবর্তীতে দুইদেশের সীমান্ত নির্ধারণ করে।
অভিযোগ, চীনা বাহিনী দখলকৃত জমিতে সামরিক স্থাপনা স্থাপন করেছে। এছাড়া চীনের পিপলস আর্মি নেপালের গোরখা জেলায় পিলার নিয়ে গেছে।
টেলিগ্রাফের প্রতিবেদনে আরও বলা হয়েছে, চীন রাশুয়াতে, সিন্ধুপালচৌক এবং সানকুশাবা জেলাতেও জমি দখল করেছে।
তবে এই প্রতিবেদন সম্পর্কে চীন বা নেপালের পক্ষ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি।
নি এম/
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com