করোনা ভাইরাসের মহামারিতে নেপালের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে ভারত। সেই সঙ্গে দেশটিতে করোনাকালীন ওষুধ ও চিকিৎসা যন্ত্রপাতি সরবরাহ অব্যাহত রাখবে ভারত। এরই ধারাবাহিকতায় নেপালে ২৩ টন মেডিসিন সরবরাহ করেছে নয়া দিল্লি।
ভারতের সরবরাহ করা ওই ওষুধের মধ্যে রয়েছে হাইড্রোক্সিক্লোরোকুইন, প্যারাসিটামল।
সোমবার (১৭ অগাষ্ট) নেপালের স্বাস্থ্যমন্ত্রীর কাছে এসব ওষুধ সামগ্রী হস্তান্তর করেন দেশটিতে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার কোয়াত্রা।
খবরে বলা হয়, নেপালের মানুষের জীবন বাঁচাতে দেশটিতে বেশ কিছু ভেন্টিলেটরও সরবরাহ করে ভারত। গত ৯ আগস্ট ১০টি ভেন্টিলেটর নেপালের আর্মির কাছে হস্তান্তর করা হয়।
কোয়াত্রা জানান, এবছর মানবতার জন্য চরম হতাশার বছর। এসময় আমরা মানুষের পাশে থাকতে চাই। ভারত করোনা লড়াই সম্পর্কিত সকল ধরনের সহায়তা দিয়ে আসছে।
গত ১৬ আগস্ট পর্যন্ত নেপালে অন্তত ২৬ হাজার ৬৬০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৭ হাজার ৩৩৫ জন সুস্থ হয়েছে। আর মৃত্যু হয়েছে ১০৪ জনের।
নি এম/
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com