নওগাঁর নিয়ামতপুরে বাবার হাতে ছেলে খুন হয়েছে। সোমবার বেলা ২টায় সামান্য ঘটনাকে কেন্দ্র করে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আদমপুর চৌবাড়িয়াপাড়ার মতিউর রহমান (৪৫) তার ছেলে রাজশাহী কলেজের মনোবিজ্ঞানের ২য় বর্ষের ছাত্র রাজু আহমেদ (২২)কে হাসুয়া দিয়ে মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০ জুন সে মারা যায়।
বৃহস্পতিবার সকালে নিহত রাজুর মা জয়নব বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। ঘাতক বাবা মতিউর রহমান পলাতক রয়েছেন।
নিহতের মা জয়নব বেগম বলেন, আমার ছেলে রাজু ঈদের ছুটিতে ১৪ তারিখে বাড়ী আসে। ঘটনার দিন ১৮ জুন বেলা ২টায় আমার স্বামী নেশা করার কারণে ছেলে একটু বকাঝকা করায় আমার স্বামী মতিউর রহমান রাগের মাথায় হাসুয়া দিয়ে ছেলের মাথায় আঘাত করে। ছেলে সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে। আমি ও আমার প্রতিবেশীরা সাথে সাথে ছেলে প্রথমে খড়িবাড়ী হাটে মাতৃ ক্লিনিকে নিয়ে আসি। পরে রাজুকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বেলা ১২ টার দিকে মারা যায়। আমার স্বামী তখন থেকে এখন পর্যন্ত পলাতক রয়েছে।
নিয়ামতপুর থানার দায়িত্ব প্রাপ্ত অফিসার ইন চার্জ (ওসি তদন্ত) নাজমূল হক বলেন, বিষয়টি জানার পর আমরা সাথে সাথে ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। এ ঘটনায় নিহতের মা জয়নব বেগম বাদী হয়ে স্বামী মতিউর রহমান কে আসামী করে বৃহস্পতিবার নিয়ামতপুর থানায় হত্যা মামলা করেছেন। ঘাতক বাবা পলাতক রয়েছেন এবং তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি তদন্ত নাজমূল হক।
এমসি/বিডি
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|