মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫
মঙ্গলবার, ১লা মাঘ ১৪৩১
সর্বশেষ
 
 
নির্বাচনে জিততে মোদী মাজিকে ভরসা প্রেসিডেন্ট ট্রাম্পের
প্রকাশ: ১০:৫৯ pm ২৬-০৮-২০২০ হালনাগাদ: ১০:৫৯ pm ২৬-০৮-২০২০
 
এইবেলা ডেস্ক
 
 
 
 


ভারতের সর্বাধিক জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে শুধু দেশেই নয় বিশ্বজুড়েই জনপ্রিয় মোদী। আমেরিকার নির্বাচনে জিততে মোদী ম্যাজিকের উপরেই ভরসা রাখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভোট প্রচারের প্রথম ভিডিও-তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের বিশেষ অংশ তুলে ধরা হয়েছে। রিপাবলিক পার্টির ফোর মোর ইয়ার্স নামের একটি ভিডিওতে দেখা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত ধরে যাওয়া।

প্রথম অংশে আমেরিকায় হাউডি মোদী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকায় প্রবাসী ভারতীয়দের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের পরিচয় করিয়ে দেওয়ার বক্তৃতা দেখানো হয়েছে। দ্বিতীয় অংশে দেখা গিয়েছে, নমস্তে ট্রাম্প অনুষ্ঠানে আহমেদাবাদের মোতেরা স্টেডিয়াম উদ্বোধনে গিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং ফার্স্ট লেডি। সেখানে লক্ষাধিক মানুষের সামনে প্রধানমন্ত্রী দাবি করেছিলেন, দুই দেশের প্রধান মিলে নয়া দিল্লি এবং ওয়াশিংটনের সম্পর্ককে নতুন উচ্চতায় পৌঁছে দেবেন। আমেরিকার অতীত ভোটের পরিসংখ্যান অনুযায়ী আমেরিকার ২০ লাখ ভারতীয়দের মধ্যে অধিকাংশই ডেমোক্র্যাটিক পার্টির সমর্থক। এই নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী জো বাইডেন তাঁর রানিং মেট হিসেবে নির্বাচিত করেছেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসকে। ফলে, সমর্থন আরও বাড়ার আশঙ্কা রয়েছে। তাই প্রবাসী ভারতীয়দের সমর্থন পেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তাকে বেছে নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। 
রিপাবলিকান পার্টির প্রচারের দায়িত্ব প্রাপ্ত ট্রাম্প ভিকট্রি ফিন্যান্স কমিটির চেয়ারম্যান কিম্বারলি গিলফয়েল জানিয়েছেন, ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক বরাবরিই খুব ভাল। ইতিমধ্যে, ভারতীয়-আমেরিকাবাসীদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি জনপ্রিয় হয়ে উঠেছে।

‘ফোর মোর ইয়ারস’ নামের ১০৭ সেকেন্ডের ওই প্রচার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার সাথে সাথেই ব্যাপক ভাইরাল হয়েছে। বিশেষজ্ঞদের মতে, মার্কিন মুলুকে মোদীর ব্যাপক জনপ্রিয়তাকে কাজে লাগাতে চাইছেন ট্রাম্প। তাই প্রচার ভিডিওর শুরুতেই হিউস্টনের ‘হাউডি মোদী’ সভার ভিডিও ক্লিপিংস রাখা হয়েছে।

নি এম/

 
 
 
   
  Print  
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
আরও খবর

 
 
 

 

Editor & Publisher : Sukriti Mondal.

E-mail: eibelanews2022@gmail.com

a concern of Eibela Ltd.

Request Mobile Site

Copyright © 2025 Eibela.Com
Developed by: coder71