আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৭ থেকে ১০ দিন আগে সেনাবাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।
বৃহস্পতিবার (১৫ নভেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংসদ নির্বাচনের জন্য নিয়োগপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফিং ও দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে ইসি সচিব এসব কথা বলেন।
ইসি সচিব বলেন, ‘নির্বাচনের এক সপ্তাহ বা দশ দিন আগে সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হবে। তাদের জন্য থাকার ব্যবস্থা থাকতে হবে, সে অনুযায়ী আপনাদের প্রস্তুতি নিতে হবে।’
তিনি বলেন, 'নির্বাচন চলাকালে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে বেসামরিক প্রশাসনকে যথা-প্রয়োজনীয় সহায়তা প্রদানের 'এইড টু দ্য সিভিল পাওয়ার' বিধানের অধীনে সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে।'
তিনি বলেন, 'সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশন বদ্ধ পরিকর। তাই নির্বাচনের সময় যেন কোনও বিশৃঙ্খলা না হয়, সে জন্য নির্বাচনের আগে, দেশের বিভিন্ন এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হবে।' সেনাবাহিনীর সঙ্গে বিজিবি'ও এ সময় সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, ‘এবার নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে আন্তর্জাতিক অঙ্গনে মুখ দেখানো যাবে না।’
সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে তিনি বলেন, ‘যদি কেউ নির্বাচনকে ভণ্ডুল করতে চাই তবে আইন এর মধ্য থেকে সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে।’
নি এম/
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|