নাটোরের লালপুরে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তিমূলক পোস্ট করায় রতন (২২) নামে এক যুবককে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
রবিবার রাতে তাকে আটক করে পুলিশে দেয় এলাকাবাসী। রতন লালপুর উপজেলার দুয়ারিয়া ইউপির টিটিয়া গ্রামের হরিপদ সিং এর ছেলে।
লালপুর থানার ওসি সেলিম রেজা জানান, রতন তার নিজের ফেসবুক আইডি থেকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তিমূলক পোস্ট করে। পরে এলাকাবাসী তাকে আটক করে লালপুর থানা পুলিশে সোপর্দ করে।
সোমবার সকালে রতনের নামে তথ্য প্রযুক্তি আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে লালপুর থানা পুলিশ।
নি এম/
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com