রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪
রবিবার, ২৪শে অগ্রহায়ণ ১৪৩১
সর্বশেষ
 
 
নাইজেরিয়ার জঙ্গি হামলায় শতাধিক নিহত
প্রকাশ: ০৪:১৪ pm ৩০-১১-২০২০ হালনাগাদ: ০৪:১৪ pm ৩০-১১-২০২০
 
এইবেলা ডেস্ক
 
 
 
 


উত্তর-পূর্ব নাইজেরিয়ার কৃষকদের বিরুদ্ধে চালানো একটি ‘ভয়াবহ’ জঙ্গি হামলায় কমপক্ষে ১১০ জন নিহত হয়েছে।

শনিবার ভোরে কোশোবি এবং অন্যান্য গ্রামীণ সম্প্রদায়ের গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতদের সবাইকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

স্থানীয় গণমাধ্যমের বরাতে সংবাদ মাধ্যমটি আরও জানায়, নিহতদের সবাই কৃষক। মাঠে কাজ করার সময় এদের সবাইকে ধরে নিয়ে গিয়ে প্রথমে জিহ্বা এবং পরবর্তীতে গলা কেটে হত্যা করে জঙ্গিরা।

এছাড়াও, এ ঘটনায় বেশ কয়েকজন নারীকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। 

হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার না করলেও অঞ্চলটি আইএস এবং বোকো হারাম জঙ্গিগোষ্ঠীর আধিপত্য রয়েছে বলে জানা গেছে। তবে সাম্প্রতিক বছরগুলিতে পশ্চিম আফ্রিকা প্রদেশের ইসলামিক স্টেট (আইএসওয়্যাপ) এর সশস্ত্র গোষ্ঠী বোকো হারাম এবং এর স্প্লিন্টার গোষ্ঠী এই অঞ্চলে বহু মারাত্মক হামলা চালিয়েছে।

নাইজেরিয়ার রাষ্ট্রপতি মুহম্মু বুহারি সর্বশেষ গণহত্যার নিন্দা করেছেন।

নি এম/

 
 
 
   
  Print  
 
 
 
 
 
 
 
 
আরও খবর

 
 
 

 

Editor & Publisher : Sukriti Mondal.

E-mail: eibelanews2022@gmail.com

a concern of Eibela Ltd.

Request Mobile Site

Copyright © 2024 Eibela.Com
Developed by: coder71