তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিরনাক প্রদেশের গাবার পার্বত্য এলাকায় নতুন একটি তেলের খনি আবিষ্কার হয়েছে। এই খনিতে ১৫ কোটি ব্যারেল তেলের মজুদ রয়েছে বলে জানা গেছে, যার বাজার মূল্য প্রায় ১২ বিলিয়ন বা ১২০০ কোটি ডলার।
দেশটির সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানায়, গতকাল (সোমবার) তুর্কি মন্ত্রিসভার বৈঠকে এই তথ্য দেন দেশটির প্রেসিডেন্ট রেসেপ তাইয়িপ এরদোয়ান। এসময় তুর্কি প্রেসিডেন্ট বলেন, তুরস্কের সমুদ্র উপকূলের বাইরে যে দশটি তেলক্ষেত্র রয়েছে নতুন খনিটি তার অন্যতম।
এরদোগান বলেন, আমরা এই খনির চারটি কূপ থেকে প্রতিদিন পাঁচ হাজার ব্যারেল তেল উৎপাদন করতে পারব যা মানের দিক দিয়ে খুবই উন্নত।
তিনি আরও জানান, তুরস্ক ২০২১ সালে আরও যেসব তেলক্ষেত্র আবিষ্কার করেছে সেখান থেকে ৭১০ কোটি ব্যারেল তেল রিজার্ভে যুক্ত হবে।
তুরস্ক দৈনিক তেলের উৎপাদন বাড়িয়ে এক লাখ ব্যারেলে নেয়ার পরিকল্পনা করেছে জানিয়ে তিনি বলেন, পাশাপাশি সমুদ্রে তেল-গ্যাসের অনুসন্ধান জোরদার করবে।
তুরস্ক এই মুহূর্তে জ্বালানির জন্য রাশিয়া এবং ইরানের ওপরে দারুণভাবে নির্ভরশীল। এর মধ্যে শুধু রাশিয়া থেকেই শতকরা ৪৪ ভাগ গ্যাস আমদানি করে থাকে আঙ্কারা।
এইবেলাডটকম/মভশ
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com