মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
মঙ্গলবার, ৪ঠা চৈত্র ১৪৩১
সর্বশেষ
 
 
দেশে করোনাভাইরাসের স্তম্ভিরতার মধ্যেও উজিরপুরে সাম্প্রদায়িক  হামলা !
প্রকাশ: ০৯:২০ pm ৩১-০৩-২০২০ হালনাগাদ: ০১:৫৬ pm ১০-০৪-২০২০
 
বরিশাল প্রতিনিধি
 
 
 
 


https://www.facebook.com/gautom.halder.9/videos/pcb.2611809212405425/2611809129072100/?type=3&theater

দেশে করোনাভাইরাসের স্তম্ভিরতার মধ্যেও থেমে নেই বাংলাদেশী হিন্দুদের উপর সাম্প্রদায়িক হামলা!

বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের কেশবকাঠী গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি হিন্দু বাড়িতে হামলা চালিয়ে ৩ নারী সহ ৬ জনকে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে!

আহতদের মধ্যে মৃত নিরঞ্জন বাড়ৈর স্ত্রী ইদ্রানী বাড়ৈ শোভা (৬৫), তার ছেলে গৌরাঙ্গ বাড়ৈ (৪৫), নিত্যানন্দ বাড়ৈ (৪০), নিকুঞ্জ বাড়ৈর স্ত্রী কল্পনা রানী বাড়ৈ (৪৫), নিত্যানন্দ বাড়ৈর স্কুল পড়ুয়া কন্যা পুঁজা রানী বাড়ৈ (১৪)কে উজিরপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
এই ঘটনাটি মঙ্গলবার ( ৩১ মার্চ) বেলা সারে দশটায় উপজেলার কেশবকাঠি গ্রামের বাড়ৈ বাড়িতে ঘটেছে। 

আহতদের অভিযোগে জানা গেছে স্থানীয় কিছু প্রভাবশালী ভুমিদস্যু মোতাহার মল্লিক ও শহিদ মল্লিকের নেতৃত্বে জিয়াউর রহমান টুটুল, আলমগীর মল্লিক, রুবেল মল্লিক, হাকিম মল্লিক সহ আরো কিছু সন্ত্রাসীরা অবৈধভাবে গায়ের জোরে বাড়ৈ বাড়ির পুকুর থেকে জোর করে মাটি কেটে নিয়ে বাড়ৈ বাড়ির ধানের জমি দখল করে মাটি দিয়ে ভরাট করতে থাকে। এ সময় মৃত নিরঞ্জন বাড়ৈর স্ত্রী শোভা রানী সহ তার ছেলে মেয়ে নাতি নাতনি সহ ভুমিদস্যুদের বাধা দিলে তারা অতর্কিত ভাবে হিন্দু বাড়িতে হামলা চালিয়ে উল্লেখিতদের আহত করে! 

এ ঘটনায় উজিরপুর থানা পুলিশকে জানালে এস আই কমল দে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হাসপাতালে ভর্তি আহতদেরকে দেখতে যায়। এ ব্যাপারে ইন্দ্রানী বাড়ৈ শোভার পরিবারের পক্ষ থেকে থানায় এজাহার দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে৷

নি এম/

 
 
 
   
  Print  
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
আরও খবর

 
 
 

 

Editor & Publisher : Sukriti Mondal.

E-mail: eibelanews2022@gmail.com

a concern of Eibela Ltd.

Request Mobile Site

Copyright © 2025 Eibela.Com
Developed by: coder71