ময়মনসিংহ : ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের চাপায় দাদা ও নাতনি নিহত হয়েছেন। প্রতিবাদে প্রায় এক ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী।
মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার কাজিরশিমলা এলাকার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-ওই উপজেলার নঁওদার গ্রামের আব্দুস সোবাহান (৫৬) ও তার নাতনি সুমি আক্তার (১১)।
ত্রিশাল থানার ওসি জাকিউর রহমান জানান,সকালে সোবাহান তার নাতনি সুমিকে সঙ্গে নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন।ওই সময় ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি পিকআপ ভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
তিনি জানান, দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ এলকাবাসী সকাল সাড়ে ১০টা থেকে এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় ৮-১০টি গাড়ি ভাঙচুর করে তারা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।
এইবেলাডটকম/কেডি
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|