শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
শুক্রবার, ৬ই বৈশাখ ১৪৩১
সর্বশেষ
 
 
দিলীপ ঘোষের ওপর হামলার ছক জঙ্গিদের; দাবি গোয়েন্দা সূত্রের
প্রকাশ: ১১:০৪ pm ০১-১০-২০২০ হালনাগাদ: ১১:০৪ pm ০১-১০-২০২০
 
এইবেলা ডেস্ক
 
 
 
 


গত সপ্তাহেই মুর্শিদাবাদ থেকে ছ’জন সন্দেহভাজন আল কায়দা জঙ্গিকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ। ক’দিন যেতে না যেতেই সামনে এল আরেক চাঞ্চল্যকর তথ্য।

সূত্রের দাবি, জঙ্গিদের টার্গেট লিস্টে ছিলেন রাজ্য বিজেপির সভাপতি তথা বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। গোয়েন্দা সূত্রে দাবি, পশ্চিমবঙ্গ এবং দিল্লি, দু’টি জায়গাকে একসঙ্গে কাঁপিয়ে দেওয়ার ছক কষে জঙ্গিরা। এর মধ্যে দিল্লিতে একটি রেল স্টেশনে হামলার ছক ছিল।

আর পশ্চিমবঙ্গে সাড়া ফেলে দেওয়ার জন্য টার্গেট করা হয়েছিল দিলীপ ঘোষকে। এপ্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতির মন্তব্য, একবছর আগেও সতর্ক করা হয়েছিল। আশা করছি, তদন্তকারী এজেন্সি দেখবে।

গতবছর লোকসভা ভোটের পর কেন্দ্রীয় গোয়েন্দাদের তরফে স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট দিয়ে জানানো হয়, দিলীপ ঘোষের ওপর হামলার আশঙ্কা রয়েছে। এরপরই তাঁর ঠিকানা বদল করা হয়।

ওয়াই প্লাস থেকে বাড়িয়ে জেড ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হয় রাজ্য বিজেপি সভাপতিকে। বর্তমানে তাঁর নিরাপত্তার দায়িত্বে রয়েছেন সিআইএসএফ জওয়ান এবং রাজ্য পুলিশের কর্মীরা।

নি এম/

 
 
 
   
  Print  
 
 
 
 
 
 
 
 
আরও খবর

 
 
 

 

Editor & Publisher : Sukriti Mondal.

E-mail: eibelanews2022@gmail.com

a concern of Eibela Ltd.

Request Mobile Site

Copyright © 2024 Eibela.Com
Developed by: coder71