ঢাকা: রবিবার ঢাকায় আসছেন ভারতের তেল-গ্যাস প্রতিমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের আমন্ত্রণে তিনি আসছেন বলে ভারতীয় হাইকমিশন এক সংবাদ বিবৃতিতে জানিয়েছে আজ।
হাইকমিশনের বিবৃতিতে বলা হয়, গত কয়েক বছরে জ্বালানি খাতে বাংলাদেশ ও ভারতের মধ্যে সহযোগিতা নিয়মিতভাবে বেড়েছে। পেট্রোলিয়াম, এলপিজি এবং এলএনজি খাতসহ সরকারি ও বেসরকারি পর্যায়ের বিভিন্ন সহযোগিতা প্রস্তাব দুইপক্ষের বিবেচনায় রয়েছে।
ধর্মেন্দ্র প্রধান তার বাংলাদেশ সফরকালে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে বৈঠক করবেন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তিনি সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে। সফরে ভারতের জ্বালানি খাতের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল ধর্মেন্দ্র প্রধানের সঙ্গী হবেন।
এইবেলা ডটকম/এডি
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com