টাঙ্গাইলের মধুপুর উপজেলার একটি বাড়ি থেকে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ জুলাই) সকাল ৯টার দিকে মধুপুর পৌর এলাকার পল্লী বিদ্যুৎ রোডের মাস্টারপাড়ার একটি বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। তাঁরা হলেন- উসমান গনি (৪৫), তাঁর স্ত্রী কাজিরন (৩৫), তাঁদের ছেলে তারিকুল (১৮) এবং মেয়ে সাদিয়া (৮)।
স্থানীয়রা জানায়, গনি মিয়া বছরখানেক আগে মাস্টারপাড়ায় নতুন বাড়ি করেন। আজ সকালে তাদের বাড়ির ভেতর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। থানায় জানালে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
টাঙ্গাইল জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত গণমাধ্যমকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘চার জনকে গলা কেটে হত্যা করা হয়েছে। হত্যার পরে বাইরে থেকে ঘরের দরজা আটকে রেখে হত্যাকারীরা চলে গিয়েছিল। আজ সকালে বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা আমাদের জানায়। বাড়ির সব মূল্যবান জিনিসপত্র যথাস্থানে আছে। তাই আমরা ধারণা করছি এটি ডাকাতের কাজ নয়, পূর্ব শত্রুতার জের ধরে হত্যা করা হয়েছে। পুলিশ আলামত সংগ্রহ করছে। পরে বিস্তারিত জানানো হবে।’
নি এম/