রবিবার, ২৮ মে ২০২৩
রবিবার, ১৪ই জ্যৈষ্ঠ ১৪৩০
সর্বশেষ
 
 
টস জিতে ফিল্ডিংয়ের করছে দিল্লি
প্রকাশ: ১০:৪৬ am ১৭-০৪-২০১৬ হালনাগাদ: ১০:৪৬ am ১৭-০৪-২০১৬
 
 
 


স্পোর্টস ডেস্ক: ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আজ লড়াইয়ে নেমেছে জহির খান আর বিরাট কোহলি। এই মাঠে নিজেদের প্রথম ম্যাচ খেলেছিল বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু, মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দারাবাদের বিপক্ষে। বিশাল স্কোর গড়ে তুলেছিল আরসিবি। শেষ পর্যন্ত বড় ব্যবধানেই হেরেছিল সানরাইজার্স।

আজও টস হেরেছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। তবে টস হারলেও প্রথমে ব্যাট করার সুযোগ পাচ্ছে তারা। কারণ, প্রথমে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দিল্লি ডেয়ার ডেভিলসের অধিনায়ক জহির খান। যারা ইতিমধ্যে দুই ম্যাচ খেলে ১টিতে জয় পেয়েছে।

টস জিতে কেন বোলিং নিলেন? এ প্রশ্নের জবাবে জহির খান বলেন, `বিরাট কোহলি সব সময়ই রান তাড়া করার ব্যাপারে এগিয়ে থাকে। তার চেয়ে বরং তাদের রান আমরা তাড়া করবো। সেটাই সহজ।` দিল্লির স্কোয়াডে আর ফিরছেন পেসার মোহাম্মদ শামি। জয়ন্ত যাদবের পরিবর্তে খেলবেন তিনি।

কোহলি বলেন, `আগের ম্যাচেও আমরা প্রথমে ব্যাটিং করে জিতেছি। ১২ রানে ১ উইকেট পড়ে গেলেও পরে বিশ্বখ্যাত ব্যাটসম্যানদের নিয়ে আমরা বড় স্কোর করতে পেরেছি। আশা করছি ওই ম্যাচের পূনরাবৃত্তি আজও করতে পারবো।`

রয়েল চ্যালেঞ্জার্স দলেও দুটি পরিবর্তন। অ্যাডাম মিলনের পরিবর্তে দলে প্রবেশ করেছেন ডেভিড ওয়াইজ। আর স্টুয়ার্ট বিনির পরিবর্তে এসেছেন এস অরবিন্দ।

রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু একাদশ
ক্রিস গেইল, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, শেন ওয়াটসন, সরফরাজ খান, কেদার যাদব, পারভেজ রসুল, ডেভিড ওয়াইজ, হার্শাল প্যাটেল, ইয়ুজবেন্দ্র চাহাল এবং এস অরবিন্দ।

দিল্লি ডেয়ারডেভিলস
কুইন্টন ডি কক, স্রেয়াশ আয়ার, সাঞ্জু স্যামসন, করুণ নায়ার, জেপি ডুমিনি, কার্লোস ব্র্যাথওয়েট, ক্রিস মরিন, পবন নেগি, জহির খান, অমিত মিশ্র, মোহাম্মদ শামি।

 

এইবেলা ডটকম/এডি

 
 
 
   
  Print  
 
 
 
 
 
 
 
 
আরও খবর

 
 
 

 

Editor & Publisher : Sukriti Mondal.

E-mail: eibelanews2022@gmail.com

a concern of Eibela Ltd.

Request Mobile Site

Copyright © 2023 Eibela.Com
Developed by: coder71