বলিউডে অভিষেক হচ্ছে জয়া আহসানের। তার বিপরীতে অভিনয় করবেন বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি।তবে এখনো এই ব্যাপারে মুখ খুলেননি জয়া। তবে বুধবার (৭ ডিসেম্বর) বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হচ্ছে জয়ার বলিউডে যাত্রা শুরু হতে যাচ্ছে ।
ছবিটির নাম ‘করক সিং’। যদিও প্রযোজনা সংস্থাটি বলছেন ছবির নামটি চূড়ান্ত নয়। ইনভেস্টিগেটিভ ড্রামা ঘরানার ছবি হতে যাচ্ছে এটি। যেখানে একটি পরিবারের এক হওয়ার হৃদয়স্পর্শী গল্প আছে।
বিভিন্ন ভারতীয় গণমাধ্যম বলছে, জয়া-পঙ্কজ অভিনীত সিনেমাটির শুটিংও শুরু হয়ে গেছে। এটি প্রযোজনা করছে উইজ ফিল্মস। এই ছবিতে আরো অভিনয় করছেন ‘দিল বেচারা’ খ্যাত সানজানা সাঙ্ঘি এবং তুমুল জনপ্রিয় মালায়ালাম সিনেমা ‘চার্লি’ খ্যাত ছবিটি পার্বতী থিরুবথু। ছবিটি পরিচালনা করছেন বাঙ্গালী পরিচালক অনিরুদ্ধ রায়।
এই প্রথম হিন্দি সিনেমায় অভিনয় করছেন জয়া আহসান। স্বভাবতই উচ্ছ্বসিত এই অভিনেত্রী। ভারতীয় গণমাধ্যমে তিনি বলেছেন,‘এটাই হতে যাচ্ছে আমার প্রথম বলিউড ছবি। এই ছবিতে আমি যে চরিত্রটি করতে যাচ্ছি, সেটিও গল্পের অবিচ্ছেদ্য অংশ। উইজ ফিল্মস যখন আমার কাছে এই ছবির প্রস্তাব নিয়ে আসে, আমি সাথে সাথেই হ্যাঁ বলে দিয়েছি। কারণ এই ছবিটির পরিচালক অনিরুদ্ধ রায় এবং আমার বিপরীতে আছেন পঙ্কজ ত্রিপাঠির মতো বর্ষিয়ান অভিনেতা।’
এইবেলাডটকম/মভশ
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com