নয়া পল্টনে সংঘর্ষের মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ সর্বমোট ২২৪ নেতাকর্মীর জামিন আবারও নাকচ করে দিয়েছে ঢাকার হাকিম আদালত।
‘বিশেষ’ জামিনে আবেদনের শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম শফিউদ্দিন সোমবার এই আদেশ দেন।
বিএনপি নেতাদের পক্ষে তাদের আইনজীবীরা রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে জামিনের জন্য এ আবেদন করেছিলেন। বিচারক রেজাউল করিম তখন শুনানির জন্য সোমবার দিন ঠিক করে দিয়েছিলেন।
মির্জা ফখরুলের পক্ষে আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এবং মির্জা আব্বাসের পক্ষে মহিউদ্দিন চৌধুরী জামিনের আবেদন করেন। সোমবার শুনানি করেন মাসুদ আহমেদ তালুকদার, বোরহানউদ্দিন সহ বেশ কয়েকজন আইনজীবী। অন্যদিকে রাষ্ট্রপক্ষে আবদুল্লাহ আবু জামিন আবেদনের বিরোধিতা করে বক্তব্য দেন।
এদিন যে ২২৪ নেতাকর্মীর জামিন শুনানি হল, তাদের মধ্যে ফখরুল ও আব্বাসকে গ্রেপ্তার করা হয় গত শুক্রবার ভোরে; জামিন আবেদন নাকচ করে সেদিন সন্ধ্যায় তাদের কারাগারে পাঠানো হয়।
বাকিদের গ্রেপ্তার করা হয় বুধবার সন্ধ্যায়, নয়া পল্টনে বিএনপি অফিসের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর। বৃহস্পতিবার তাদের জামিন নাকচ করে কারাগারে পাঠায় আদালত।
জামিন নামঞ্জুরের সাত দিনের মধ্যে পুনরায় জামিন চাইতে গেলে বিশেষ আবেদন (স্পেশাল পুট আপ) করতে হয়। সে কারণে রোববার নতুন করে ‘বিশেষ আবেদন’ করেন বিএনপি নেতাদের আইনজীবীরা।
এইবেলাডতকম/মভশ
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com