রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫
রবিবার, ২৭শে মাঘ ১৪৩১
সর্বশেষ
 
 
জাতীয় দলের ক্যাম্পে ২৭ ক্রিকেটার
প্রকাশ: ১১:১৩ pm ১৯-০৯-২০২০ হালনাগাদ: ১১:১৩ pm ১৯-০৯-২০২০
 
এইবেলা ডেস্ক
 
 
 
 


শ্রীলঙ্কা সফর নিয়ে এখনো অনিশ্চয়তা থাকলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পূর্ব পরিকল্পনা অনুযায়ীই সব প্রস্তুতি সেরে রাখছে। রবিবার থেকে যেমন জৈব নিরাপদ বলয় গড়ে শুরু হচ্ছে জাতীয় দলের স্কিল ক্যাম্প। যেখানে ডাক পেয়েছেন ২৭ ক্রিকেটার।

জাতীয় দল ও এর আশপাশে থাকা ক্রিকেটাররাই ডাক পেয়েছেন এই ক্যাম্পে। সবশেষ গত ফেব্রুয়ারিতে টেস্ট খেলেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে সেই স্কোয়াডের ১৬ জনের সবাই আছেন এবারের দলে।

চমক বলতে নুরুল হাসান সোহান। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে যিনি সব শেষ খেলেছেন। তরুণ পেসার হাসান মাহমুদকেও রাখা হয়েছে এই দলে।

ক্রিকেটারদের আবাসিক ক্যাম্প হবে হোটেল সোনারগাঁও-এ। হোটেল এবং মাঠ- এই দুইয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে ক্রিকেটারদের।

ক্রিকেটারদের করোনা পরীক্ষাও সম্পন্ন হয়েছে। ২৭ ক্রিকেটারের মধ্যে ১৮ জনের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। বাকি ৯ ক্রিকেটারের করোনা নমুনা নেওয়া হয়েছে শনিবার। করোনা পরীক্ষার ফল নেগেটিভ এলে তারা রবিবার ক্যাম্পে উঠবেন।

স্কিল ক্যাম্পের বাংলাদেশ দল: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, আল-আমিন হোসেন, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, ইমরুল কায়েস, তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহান, শফিউল ইসলাম, ইয়াসির আলী, নাঈম হাসান, আবু জায়েদ রাহী, ইবাদত হোসেন, খালেদ আহমেদ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, হাসান মাহমুদ, সাইফউদ্দিন ও সাইফ হাসান।

নি এম/

 
 
 
   
  Print  
 
 
 
 
 
 
 
 
 
 
আরও খবর

 
 
 

 

Editor & Publisher : Sukriti Mondal.

E-mail: eibelanews2022@gmail.com

a concern of Eibela Ltd.

Request Mobile Site

Copyright © 2025 Eibela.Com
Developed by: coder71