মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
মঙ্গলবার, ৫ই চৈত্র ১৪৩০
সর্বশেষ
 
 
চিতলমারীতে ৪৮ ঘন্টায় কোভিট-১৯ এ আক্রান্ত ৪
প্রকাশ: ০৯:৩৩ pm ০৩-০৮-২০২০ হালনাগাদ: ০৯:৩৩ pm ০৩-০৮-২০২০
 
চিতলমারী প্রতিনিধি
 
 
 
 


বাগেরহাটের চিতলমারীতে করোনায় আক্রান্তের হার আশংকাজনক হারে বেড়ে চলেছে। গত ৪৮ ঘন্টায় নতুন করে মোট ৪জন কোভিড-১৯ পজেটিভ হয়েছেন। 

এরা হলেন চিতলমারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃআবুমুছা,পল্লী বিদ্যুতের জুনিয়র ইঞ্জিনিয়ার গৌতম কুমার সরকার, লাইনম্যান শিমুল খান ও আনসার সদস্য মোঃমোকলেসুর রহমান। এরা সহমোট  ৫৭ জনকরোনা পজেটিভ শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে মোট ৪৬ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন এবং বাকি ১১ জন হোম আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহণ করছেন। চিকিৎসাধীন সকলেই শারিরীক ভাবে ভালো আছেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আক্রান্তদের বাড়ি লকডাউনের আওতায় এনে তাদের আইসোলেশনে থাকতে বলা হয়েছে। চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃমামুন হাসান জানিয়েছেন, চিতলমারীতে আক্রান্ত ৫৭ জনের মধ্যে ৪৬ জন সুস্থ হয়েছেন। বাকি ১১ জন আমাদের তত্ত্বাবধানে থেকে যার যার বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

নি এম/বিভাষ

 
 
 
   
  Print  
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
আরও খবর

 
 
 

 

Editor & Publisher : Sukriti Mondal.

E-mail: eibelanews2022@gmail.com

a concern of Eibela Ltd.

Request Mobile Site

Copyright © 2024 Eibela.Com
Developed by: coder71