শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
শনিবার, ৬ই আশ্বিন ১৪৩১
সর্বশেষ
 
 
চাঁদা না দেওয়ায় চকরিয়া হিন্দু সম্প্রদায়ের শতবর্ষী মহাশ্মশান ভাঙচুর ও দখল !
প্রকাশ: ০৯:৫৪ pm ২৯-০৪-২০২০ হালনাগাদ: ০৯:৫৪ pm ২৯-০৪-২০২০
 
কক্সবাজার প্রতিনিধি
 
 
 
 


চাঁদা না দেওয়া কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় হিন্দু সম্প্রদায়ের শতবর্ষী মহাশ্মশান ৬ নং ওয়ার্ডের মেম্বার মোঃ জাহিদুল ইসলামের নেতৃত্বে ভাঙচুর ও দখলের অভিযোগ উঠেছে। হিন্দু সম্প্রদায়ের লোকজন বাধা দিতে গিলে অস্ত্রধারী সন্ত্রাসী তাদের উপর হামলা চালায়। এতে মহিলাসহ ৭ জনকে পিটিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রসীরা।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলা কৈয়ারবিল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের খোজাখালী জলদাস পাড়ায় হামলার ঘটনা ঘটে। হামলায় আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা হলেন, কালা বাশি দাশ (৭৫) পিতা মৃত লবাচরন দাশ, অরুন দাশ (৪৫) পিতা মৃত সতিশ দাশ, পুরন্জন দাশ (৩৪) পিতা রাখাল দাশ, রিদুল পাল (২৪) পিতা মৃত ভূবন পাল, লিটন দাশ (১৩) পিতা লক্ষী দাশ সহ আরো ৫ জন আহত হয়েছেন।

এজাহার সূত্রে জানা যায়, উপজেলা কৈয়ারবিল ইউনিয়নের ৫নং ওয়ার্ড খোজাখালী মৌজার বি.এস ১ নং খতিয়ানে ৮৫৬ দাগের ১.৬৮ একক ভূমি বিভাগের ছিল। উক্তি ভূমিটি হিন্দু সম্প্রদায় শতবর্ষী মহাশ্মশান হিসেবে ব্যবহার করে আসছিল। ফলশ্রুতিতে উক্ত জায়গায় মহাশ্মশানটি সরকারি বর্নিত ১নং রুপান্তর করা হয়েছে। এলাকায় লোকজন সার্বিক সহযোগিতা মহাশ্মশানটি সীমানা দেওয়াল দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকালের দিকে পাশ্ববর্তী ৬ নং ওয়ার্ডের মেম্বার মোঃ জাহিদুল ইসলাম রাসেলর (২৮) নেতৃত্বে শহিদুল ইসলাম (৪৫) মোঃ জাবেদ (৩০) মোঃ আরমান (৩০) শাহাব উদ্দিন (৩০) আবদুল হক (২৭) মোঃ সালাউদ্দিন (২৮) জাহেদ (২৭) সহ আরো অজ্ঞতানামা ১৫/২০ জন গ্যাং নিয়ে শতবর্ষী মহাশ্মশান দখলের চেষ্টা চালান। খবর পেয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজন বাধা দেয়। অস্ত্রধারী সন্ত্রাসীরা হামলা চালায়। এতে নারী- পুরুষ সহ ৭ জন গুরুতর আহত হন। 

হামলার আহত পুলিন সাধু জানান, ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার জাহিদুল ইসলাম রাসেল কয়েকবার আমাদের কাছে শ্মশানের জায়গা নিয়ে চাঁদাদাবী করছেন।

শ্মশানের জায়গা দখলের হামলা কারীদের বিরুদ্ধে চকরিয়া থানায় একটি এজাহার দাখিল করেন।

নি এম/

 
 
 
   
  Print  
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
আরও খবর

 
 
 

 

Editor & Publisher : Sukriti Mondal.

E-mail: eibelanews2022@gmail.com

a concern of Eibela Ltd.

Request Mobile Site

Copyright © 2024 Eibela.Com
Developed by: coder71