আসন্ন বিপিএল ২০২২- এ খুলনা টাইগার্সের নেতৃত্ব দেবেন জাতীয় দলের অপেক্ষাকৃত তরুণ ব্যাটার ইয়াসির আলী চৌধুরী রাব্বি। তামিম ইকবাল দলটির আইকন খেলোয়াড়। জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তিনি। কিন্তু আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর নেওয়ায় নেতৃত্ব দিতে চান না বাঁ-হাতি ব্যাটার। বরং তরুণদের এগিয়ে আসার সুযোগ করে দিতে চান।
তেমনি বিপিএলে ঢাকা ডমিনেটরস নেতৃত্বভার দিয়েছে নাসির হোসেনকে। স্পিন অলরাউন্ডার নাসির দীর্ঘদিন জাতীয় দলের র্যাডারে নেই। টি-২০ ফরম্যাটে তার পারফরম্যান্সও তেমন ভালো নয়। দলটিতে আছেন ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফরমার এবং পূর্বে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা সম্পন্ন মোহাম্মদ মিঠুন। তবে ফ্র্যাঞ্জাইজি কর্তৃপক্ষ নাসিরকেই সেরা মনে করেছে।
ঢাকা তাদের অফিসিয়াস ফেসবুক পেজে এক ভিডিও দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে। নেতৃত্বভার পাওয়ার পরে নাসিরকে দলের ক্রিকেটার অলক কাপালি, সৌম্য সরকাররা অভিনন্দন জানিয়েছেন।
ওদিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স অধিনায়কের দায়িত্ব দিয়েছে শুভাগত হোম চৌধুরীকে। গত মৌসুমে দলটির অধিনায়ক ছিলেন মেহেদি মিরাজ। দলের অন্তকোন্দলের কারণে মিরাজের জায়গায় বিপিএলের মাঝখানে আফিফকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এবার মিরাজ ওই ফ্র্যাঞ্জাইজিতে নেই। তবে আফিফ থাকলেও তাকে দায়িত্ব দেওয়া হয়নি।
ফরচুন বরিশাল অভিজ্ঞ সাকিব আল হাসানকে নেতৃত্ব দিয়েছে। দলটির আইকনও তিনি। রংপুর রাইডার্স নেতৃত্বভার দিয়েছে বাংলাদেশ টি-২০ দলের সহ-অধিনায়ক নুরুল হাসানকে। সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক হয়েছেন অভিজ্ঞ মাশরাফি। শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচ মাঠে গড়াবে।
এইবেলাডটকম/মভশ
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com