গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের রাজাবিরাট গ্রামের জনৈক তপন চন্দ্রের বাড়ি থেকে বৃহস্পতিবার একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়। এ নিয়ে গত একমাসে ওই এলাকা থেকে ৩টি মূর্তি উদ্ধার করা হলো।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ উপজেলার রাজাবিরাট গ্রামে তপন চন্দ্রের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বাড়িতে একটি গোপন স্থানে লুকানো অবস্থায় প্রাচীন আমলের ওই বিষ্ণু মূর্তিটি উদ্ধার করে পুলিশ। কালো পাথরের এ মূর্তিটির ওজন প্রায় ২৫ কেজি।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তপনের বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। মূর্তিটি কালো পাথর না কষ্টিপাথরের তা পরীক্ষা করে দেখা হচ্ছে।
নি এম/
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|