গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে শিল্পী সমদ্দার সহ ৪ জন নিহত হয়েছে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা নামক স্থানে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন নিহত ও ২০ জন আহত হন। এ সময় বাস ও ট্রাক রাস্তার পাশ্ববর্তী খাদে পড়ে যায়।
নিহতরা হলেন- বাসযাত্রী বাগেরহাট জেলা মহিলা পরিষদের সভাপতি শিল্পী সমদ্দার (৬৫)। তিনি বাগেরহাট শহরের আমলাপাড়ার বাসিন্দা জীতেন সমদ্দারের কন্যা। অন্যনা হলেন- ইট-বালু ব্যবসায়ী কাশিয়ানী উপজেলার ভুধপাশা গ্রামের রুলু মোল্লার ছেলে শাহজাহান মোল্লা (৫০), ট্রাকের হেলপার একই গ্রামের বরকত তালুকদারের ছেলে সোহাগ তালুকদার (১৮) ও বাসের হেলপার নয়ন (২৫)। আহতদের গোপালগঞ্জ ও কাশিয়ানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান জানান, দুপুরে পোনায় ঢাকা থেকে পিরোজপুরগামী বলেশ্বর পরিবহরে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ইটবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের হেলপারসহ তিনজন নিহত হন। এতে বাসের আরো অন্তত ২০ যাত্রী আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা যান।
নি এম/
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|