শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
শুক্রবার, ৫ই বৈশাখ ১৪৩২
সর্বশেষ
 
 
গুজব হলেও ভারতের ক্ষতি যেন অন্যের আত্নতুষ্টির কারণ !
প্রকাশ: ০৩:১৬ pm ৩০-০৪-২০২১ হালনাগাদ: ০৩:১৬ pm ৩০-০৪-২০২১
 
এইবেলা ডেস্ক
 
 
 
 


বহু জাতি, ভাষা, সংস্কৃতি নিয়ে ভারত রাষ্ট্রটি গঠিত।  ভারতের স্বাভাবিক মৃত্যুর হার প্রতি হাজারে বছরে ৬০.৪ জন। এই হিসাবে ১8০ কোটি মানুষের দেশ ভারতে গড়ে প্রতিদিন স্বাভাবিকভাবেই মানুষ মারা যান প্রায় ২,১৫,১২৩ জন। সেখানে করোনায় এ পর্যন্ত গত দেড় বছরে দেশটিতে মারা গেছে ১,৯৭, ৭৫৬ জন আর গতকাল মারা গেছে ২,৮০৬ জন।

গতকাল যে ২,৮০৬ জন মারা গেছেন তারাও মূলত ভারতের স্বাভাবিক মৃত্যুহারের সেই ২,১৫,১২৩ জনেরই অংশীজন।

এসব তথ্য এ কারণে দিলাম যে, সামাজিক মাধ্যমে যেভাবে বুঝানো হচ্ছে ভারতের উপর দিয়ে কেয়ামত যাচ্ছে, ব্যাপারটা তেমন নয়।

ভারত নিছক একটি দেশ নয়। ভারত নিজেই ছয়ত্রিশ কোটি দেবতার একটি জগত। এটি সত্য যে, আমেরিকা, ইউরোপ, ব্রাজিলের মতো ভারতও একটি বায়োলজিক্যাল ওয়ারের ভিতর দিয়ে যাচ্ছে, যাদের শত্রু এক ও অভিন্ন।

ভারত তথা সিন্ধু সভ্যতার ইতিহাস ছয় থেকে তের হাজার বছরের পুরোনো। এই সুদীর্ঘ ইতিহাসের কোন বাঁকে ভারত হারেনি, এবারো হারবেনা। মহাভারতের জন্যে শুভকামনা।

বিস্ময়করভাবে ঘুরে দাঁড়াচ্ছে ভারত...

সমস্ত রেকর্ড ভঙ্গ করে ভারতে গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ লক্ষ ৫১ হাজার ৮৫৭ জন! গতকালকের তুলনায় আজ করোনা আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ২৮ হাজার। মোট ১ কোটি ৭৬ লক্ষ করোনা আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ১ কোটি ৪৭ লক্ষ ১৭ হাজার ৭৯৬ জন। ১৩০ কোটি জনসংখ্যার ভারতে এখন মোট সক্রিয় করোনা রোগী রয়েছেন ২৮ লক্ষ ৮২ হাজার ২০৪ জন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফল কূটনৈতিক প্রচেষ্টায় ব্রিটেনের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আজ ১০০টি ভেন্টিলেটর, ৯৫টি অক্সিজেন কনসেনট্রেটর ও অন্যান্য চিকিৎসা সরঞ্জাম ভারতে এসে পৌঁছেছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতকে কোভিড ভ্যাকসিন ও অন্যান্য মেডিকেল সামগ্রী দেওয়ার ঘোষণা দিয়েছে এবং পাঠানোর প্রস্তুতি চলছে।

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে নরেন্দ্র মোদির টেলিফোনে আলোচনার পর ইতিমধ্যে টিকা তৈরির যাবতীয় কাঁচামাল, অক্সিজেন সিলিন্ডার, আইসিইউ, ভেন্টিলেটর সহ বহু জরুরি চিকিৎসা সামগ্রী নিয়ে একটি বিশেষ বিমান ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছে। জো বাইডেন সরাসরি বলে দিয়েছেন, "আমাদের বিপদে ভারত পাশে ছিল, আমরাও সর্বশক্তি দিয়ে ভারতের পাশে থাকবো"।

৫ হাজার অক্সিজেন সিলিন্ডার আর ৮০ হাজার মেট্রিক টন লিকুইড অক্সিজেন ভারতকে উপহার হিসেবে পাঠিয়েছে সৌদি আরব, আরো পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে।

মধ্যপ্রাচ্যের আরেক দেশ সংযুক্ত আরব আমিরাতও অক্সিজেন সিলিন্ডার সহ যাবতীয় চিকিৎসা সামগ্রী ভারতে পাঠাচ্ছে।

ইসরাইল ইতিমধ্যে ১০০ মেট্রিক টন অক্সিজেন পাঠিয়েছে! আরও ব্যাপক চিকিৎসা সরঞ্জামাদি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

চিকিৎসা সামগ্রী, অক্সিজেন সিলিন্ডার, এম্বুলেন্স, আইসিইউ বেড, ভেন্টিলেটর দিয়ে সহযোগিতার আশ্বাস এবং রীতিমতো এইসব সামগ্রী পাঠাতে শুরু করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যানুয়াল ম্যাক্রো, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গোলা মরকেল, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া সহ পুরো ইউরোপীয় ইউনিয়ন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তথা ভারতবাসীর পাশে দাঁড়িয়েছেন। এখনো পর্যন্ত বিশ্বের প্রায় ৭০ থেকে ৭৫ টি দেশ ভারতের এই মহাদূর্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, এটাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য একটা অভূতপূর্ব অর্জন।

পিছিয়ে নেই ভারতের বৃহৎ ব্যাবসায়ীগণও! রতন টাটা জার্মানির Linde কোম্পানির থেকে ২৪ টি "মোবাইল অক্সিজেন প্ল্যান্ট" কিনেছেন এবং ভারতীয় বিমানবাহিনী দায়িত্ব নিয়েছে এইসব অক্সিজেন প্ল্যান্টগুলো সুরক্ষিত অবস্থায় ভারতে নিয়ে আসার। ভারতের রিলায়েন্স গ্রুপ, টাটা গ্রুপ, হিন্দুজা গ্রুপ, মারুতি গ্রুপ, অশোক লি-ল্যান্ড, মাহেন্দ্র গ্রুপ সহ বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্ণধারগণ সেই দেশের জনগণ এবং সরকারের পাশে দাঁড়িয়েছেন।

গত কয়েকদিন ধরে বাংলাদেশের মিডিয়া আর হাজার হাজার লাখো লাখো ফেসবুক পোষ্টের মাধ্যমে শুধু ভারতের রাজধানী দিল্লির বিভিন্ন শ্মশানে চিতার আগুনের ছবি ভিডিও দেখছি, দিল্লিতে কি শুধু হিন্দুদের চিতা জ্বলছে!!!??? আপনারা কি জানেন দিল্লির সবচাইতে বড় কবরস্থান "জাভেদ আহলে ইসলাম" এর দাফনের জায়গাও ফুরিয়ে এসেছে??? সেখানে আর কবর দেওয়ার স্থান প্রায় নেই, খোঁজা হচ্ছে পাশ্ববর্তী দূরের কোন এলাকা।

দিল্লির গাজীয়াবাদের চিতার আগুনে দিনরাত শবদাহ সৎকারের ঘটনাগুলো বেশি বেশি প্রচার করে বাংলাদেশের একশ্রেণির মিডিয়া এটাই প্রমাণ করতে চাইছে ভারতের নরেন্দ্র মোদি সরকার তথা ভারতের জনগণ করোনা পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ ব্যর্থ! আসলেই কি তাই??? উপরের তথ্যগুলো পড়ে আপনাদের কি মনে হচ্ছে???

একপেশে অতিরঞ্জিত প্রচারের মাধ্যমে মানুষকে আতংকিত না করে, দয়া করে সঠিক তথ্যগুলো নিজেরা জানুন এবং সকলের কাছে প্রচার করুন।

ভারত সর্বাত্মকভাবে ঘুরে দাঁড়াচ্ছে এবং এই করোনা মহামারী মোকাবিলায় ১০০% সফল!

নি এম/

 
 
 
   
  Print  
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
আরও খবর

 
 
 

 

Editor & Publisher : Sukriti Mondal.

E-mail: eibelanews2022@gmail.com

a concern of Eibela Ltd.

Request Mobile Site

Copyright © 2025 Eibela.Com
Developed by: coder71