খুলনা মহানগরীর দৌলতপুরে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ এখন বন্ধ ।
সোমবার (২ জানুয়ারি) দুপুরে এই ঘটনা ঘটে।
খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মো. খবির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার দুপুরের দিকে এই ঘটনাটি ঘটে। তেলবাহী রেলের পিছনের গার্ড বগির চার চাকা লাইনচ্যুত হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত দৌলতপুর রেল পুলিশের ক্যাম্প ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, দৌলতপুরে বিজিবি সদর দপ্তরের সামনে এই দুর্ঘটনা ঘটেছে। উদ্ধারকারী রেল ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে। আশা করছি তাড়াতাড়ি বগিটি রেল লাইন থেকে অপসারণ করে রেল যোগাযোগ সচল করা হবে।
এইবেলাডটকম/মভশ
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com