কুড়িগ্রামের ফুলবাড়ীতে সৎ মাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মিজানুর রহমান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে ফুলবাড়ী থানায় ভুক্তভোগী নারীর মামলা দায়ের পর রাতেই অভিযুক্ত ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। পরে মঙ্গলবার (২০ অক্টোর) দুপুরে গ্রেপ্তারকৃত যুবককে জেল হাজতে প্রেরণ করা হয়।
নির্যাতিতা নারী জানান, ৯/১০ বছর আগে প্রথম স্ত্রীকে তালাক দিয়ে তাকে বিয়ে করেন মিজানুরের পিতা ছোবেদ আলী ।তাদের ঘরে ৬ বছরের একটি কন্যা সন্তান আছে। এর মধ্যে সতীনের মাদকাসক্ত ছেলে মিজানুরের কু-নজর পড়ে তার উপর। এর আগেও কয়েকবার সে ধর্ষনের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। শনিবার রাতে খাওয়া দাওয়া শেষে সন্তানসহ নিজ ঘরে ঘুমিয়ে পড়েন তিনি। এ সময় স্বামী ছোবেদ আলী বাড়ী থেকে একটু দুরে টংয়ের পাড়ে হাওয়া খেতে যান। বাড়ীতে কেউ না থাকার সুবাদে লম্পট মিজানুর ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় তাকে জাপটে ধরে ধর্ষনের চেষ্টা চালায়। ধস্তাধস্তির এক পর্যায়ে পাশে ঘুমিয়ে থাকা শিশু কন্যাও জেগে উঠে। পরে মা- মেয়ের চিৎকারে এলাকাবাসী দৌড়ে এসে মিজানুরকে হাতেনাতে আটক করে।
সতীনের ছেলে কর্তৃক ধর্ষনের চেষ্টার শিকার হওয়ায় ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে ধর্ষনের চেষ্টাকারী যুবক একই বাড়ীতে বসবাস করায় আবারও ধর্ষনের শিকার হওয়ার আশংকা করছেন ওই নারী।
স্থানীয় মকবুল হোসেন, মোফাজ্জল হোসেন ও মনিরুজ্জামান জানান, মিজানুর নিয়মিত গাঁজা সেবন করে। নেশাগ্রস্ত হয়ে সে বার বার সৎমার উপর নির্যাতন চালায়।
নাওডাঙ্গা ওয়ার্ডের ইউপি সদস্য শাহাজামাল মিয়া সন্তোষ জানান, এর আগেও একবার এ ধরনের ঘটনা ঘটিয়েছে মিজানুর। তাই ওই নারীকে আইনের আশ্রয় নিতে বলা হয়েছে।
ফুলবাড়ী থানার এসআই হাবিবুর রহমান অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে জানান, মামলা রেকর্ড করার প্রক্রিয়া চলছে।
নি এম/রতি
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com