উলিপুরে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে চাল বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে অডিটরিয়াম হল রুমে চাল বিতরণের আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি। প্রধান হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন এবং বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উলিপুর থানা অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদৌলা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ কবির উদ্দিন সরকার, উপজেলা পূঁজা উদ্যাপন পরিষদের সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র বর্মন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি পার্থ সারথী সরকার, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র বর্মন প্রমূখ।
নি এম/রতি
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com