কুড়িগ্রামে ফুলবাড়ীতে রবিদাস (মুচি) সম্প্রদায়ের ২৫ বছর বয়সী এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। কাজের কথা বলে নিজের বাড়িতে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করে প্রতিবেশী জাফর আলী (৩৫)।
এই ঘটনার দু'দিন পর মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে ধর্ষণের শিকার হওয়া ওই গৃহবধূ থানায় এসে নিজে বাদী হয়ে জাফর আলীকে আসামি করে থানায় মামলা দায়ের করছেন।
এদিকে বুধবার (৭ অক্টোবর) সকালে জেলা সদরের জেনারেল হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য ওই গৃহবধূকে পাঠানো হয়েছে।
জানা যায়, উপজেলার কুটিচন্দ্রখানা গ্রামের মৃত মহুবর রহমানের ছেলে জাফর আলীর কুনজর পড়ে ওই গৃহবধূর ওপর। রবিবার বিকালে লোকজন না থাকার জাফর ওই গৃহবধূকে কাজ করার অজুহাতে নিজ বাড়িতে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন দৌড়ে এসে ধর্ষক জাফরকে আপত্তিকর অবস্থায় ধরে ফেলে।
এদিকে জাফর প্রভাবশালী হওয়ায় গ্রাম্য সালিশে আপস-মীমাংসার নামে কালক্ষেপণ করতে থাকে। কিন্তু নিষ্পত্তি না হওয়ায় মঙ্গলবার ওই গৃহবধূ ফুলবাড়ী থানায় গিয়ে নিজে বাদী হয়ে ধর্ষণের মামলা করেন।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় জানান, গৃহবধূর দায়ের করা এজাহার মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। এছাড়া ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
নি এম/
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com