কুড়িগ্রামে সদর উপজেলা ভেলাকোপা (হানাগড়ের মাথা) থেকে রাত ২টায় গর্ভবতী এক মাকে হাসপাতালে পৌঁছে দিয়েছে পুলিশ। পুলিশের এমন মানবিক কাজ জেলায় স্মরনীয় হয়ে থাকবে জানিয়েছেন মহিলার পরিবার।
জানা গেছে, বৃহস্পতিবার রাত ২টায় কুড়িগ্রাম থানার এসআই আহসান সোহেল সৌরভ রাত্রিকালীন মোবাইল ওয়ান ডিউটি কালে একজন অসুস্থ মহিলাকে দুইজন ব্যক্তি সহ রাস্তার পাশে বসে থাকতে দেখে। জিজ্ঞাসাবাদে জানাতে পারে মহিলাটি গর্ভবতী। গভীর রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় মেডিকেল আসার জন্য গভীর রাতে কোনরকম যানবাহন না পাওয়ায় নিরুপায় হয়ে হেঁটেই রওয়ানা দেয়। শারীরিকভাবে অসুস্থ হওয়ায় পথিমধ্যে বসে। পরে এসআই আহসান সৌরভ গর্ভবতী অসুস্থ মহিলা ও তার নিকটাত্মীয়দের পুলিশ ভ্যানে উঠিয়ে দ্রুত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করে দেন।
পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম জানান, জেলা পুলিশের মানবিক কাজ অব্যাহত রয়েছে।অসহায় মানুষের সবসময় পাশে থাকবে জেলা পুলিশ।
নি এম/রতি
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com